অষ্টম প্রজন্মের প্রসেসর আনলো ইনটেল

সোমবার ‘ইনটেল কোর’ ডেস্কটপ প্রসেসরের অষ্টম প্রজন্মের সংস্করণ আনার ঘোষণা দিয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইনটেল। গেইমার আর কনটেন্ট নির্মাতাদের ভারী কাজ সম্পাদনে সহায়তার লক্ষ্যে আনা এই প্রসেসর চলতি বছর ৫ অক্টোবর থেকে পাওয়া যাবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 11:13 AM
Updated : 25 Sept 2017, 11:13 AM

এই প্রসেসর লাইনে প্রথমবারের মতো ৬-কোর ‘ইনটেল কোর আই৫’ ডেস্কটপ প্রসেসর আর ৪-কোর ‘ইনটেল কোর আই৩’ ডেস্কটপ প্রসেসর উন্মোচন করা হয়েছে।

এক বিবৃতিতে ইনটেল-এর ডেস্কটপ প্লাটফর্ম গ্রুপ-এর মহাব্যবস্থাপক আনান্দ শ্রীভাতসা বলেন, “আমাদের অষ্টম প্রজন্মের ‘ইনটেল কোর’ ডেস্কটপ প্রসেসরগুলো অসাধারণ উন্নত সেবা দিচ্ছে- বিশেষত গেইমারদের জন্য এটি অপ্রতিরোধ্য অভিজ্ঞতা দিচ্ছে।”

নতুন এই প্রসেসরে সপ্তম প্রজন্মের ইনটেল কোর চিপের তুলনায় ‘গিয়ারস অফ ওয়ার ৪’-এর মতো গেইমগুলোর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ২৫ শতাংশ বেশি ফ্রেইম পাবেন গেইমাররা। আগের প্রজন্মের চিপের তুলনায় নতুনটি ৩২ শতাংশ পর্যন্ত বেশি দ্রুত গতিতে ৪কে ৩৬০-ডিগ্রি ভিডিও চালু করতে সক্ষম হবে। 

নতুন এই চিপসেট ইনটেল ‘জেড৩৭০’ চিপসেটভিত্তিক মাদারবোর্ডগুলোর সঙ্গে কাজ করবে।