নিউ ইয়র্কে অ্যামাজনের দুই হাজার কর্মসংস্থান

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি-তে দুই হাজারের বেশি লোক নিয়োগ দেবে অ্যামাজন। সামনের তিন বছরে শহরটিতে কর্মক্ষেত্র তৈরি হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে অনলাইন রিটেইল জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 01:53 PM
Updated : 22 Sept 2017, 01:53 PM

২০১৯ সালের মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে প্রায় ছয় হাজার চাকুরি তৈরির অঙ্গীকার করেছে অ্যামাজন। এরই অংশ হিসেবে নিউ ইয়র্ক শহরে চাকুরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

২০১৮ সালে ম্যানহাটন-এ আরেকটি নতুন প্রধান কার্যালয় খুলবে অ্যামাজন। হাডসন ইয়ার্ড উন্নয়ন প্রকল্পের পাশেই অবস্থান হবে এটির।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “এ সবই চাকুরি তৈরি করতে তাদের চলমান প্রচেষ্টার অংশ।”

ব্রুকফিল্ড-এর ৫ ম্যানহাটন ওয়েস্ট-এ ৩৬০০০০ বর্গফুট জায়গা নেবে অ্যামাজনের আরেকটি কার্যালয়।

সম্প্রতি হোল ফুডস মার্কেট-কে কিনে নিয়েছে অ্যামাজন। মার্চে হোল ফুডস-এর  পক্ষ থেকে ঘোষণা করে যে, তারা ৫ ম্যানহাটন ওয়েস্ট-এর গ্রাউন্ড লেভেলে চলে আসবে।

নিউ ইয়র্ক সিটি-তে বিজ্ঞাপনী দল রাখার পরিকল্পনা রয়েছে অ্যামাজন-এর, যারা প্রচারণা, পণ্য, নকশা এবং প্রোকৌশল নিয়ে কাজ করবেন। অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও অ্যামাজন ফ্যাশন-এ পূর্ণকালীন চাকুরিও থাকবে সেখানে।

বিশ্বজুড়ে অ্যামাজন-এর বিজ্ঞাপন বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট পল কোটাস বলেন, “আমরা নিউ ইয়র্ক-এ আমাদের অবস্থান বাড়াতে পেরে উজ্জীবিত, আমরা সব সময় এখানে দারুণ মেধা পেয়েছি।”

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি প্রধান কার্যালয়ের জন্য জায়গার খোঁজ করছে অ্যামাজন। চলতি মাসের শুরুতে নতুন প্রধান কার্যালয় খোলার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।