এআই চিপ বানাতে এএমডি’র কাছে টেসলা

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা তাদের স্বচালিত গাড়ির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমৃদ্ধ চিপ বানাতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস বা এএমডি’র সঙ্গে কাজ করছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 11:14 AM
Updated : 21 Sept 2017, 11:14 AM

বুধবার এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়,এএমডি’র অঙ্গপ্রতিষ্ঠান গ্লোবালফাউন্ড্রিজ-এর প্রধান নির্বাহী সাঞ্জায় ঝা বলেছেন তার প্রতিষ্ঠান সরাসরি টেসলার সঙ্গে কাজ করছে।

ওই সূত্রের তথ্যমতে, টেসলা পুরোপুরি একা এই চিপ বানাবে না। এই চিপ এএমডি’র মেধাসত্ত্ব ব্যবহার করে বানানো হবে।

টেসলার অটোপাইলট হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার প্রধান ও চিপ নির্মাতা জিম কিলার-এর অধীনে এই প্রকল্পে ৫০ জনেরও বেশি লোক কাজ করছেন।

এ খবর প্রকাশের পর এএমডি’র শেয়ারমূল্য ২.২ শতাংশ বেড়ে যায়।

এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও টেসলা, এএমডি আর গ্লোবালফাউন্ড্রিজ- কারও পক্ষ থেকেই তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।