যোগাযোগ অ্যাপগুলো খুলে দিচ্ছে সৌদি আরব
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2017 04:02 PM BdST Updated: 21 Sep 2017 04:02 PM BdST
-
ছবি- রয়টার্স
বৃহস্পতিবার অনলাইন অ্যাপগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব সরকার। কিন্তু অ্যাপগুলোকে পর্যবেক্ষণ ও সেন্সর করা হবে বলে জানিয়েছেন এক সরকারি মুখপাত্র।
দেশটির কর্তৃপক্ষের সব শর্ত মেনে চলে এমন সব অনলাইন ভয়েস ও ভিডিও কল সেবাগুলোকে খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে মাইক্রোসফটের স্কাইপ, ফেইসবুকের হোয়াটসঅ্যাপ আর রাকুটেন-এর ভাইবার-এর মতো অ্যাপগুলো উন্মুক্ত হয়ে যাওয়ার কথা। তবে, বৃহস্পতিবার সকালেও মেসেঞ্জার ও ভাইবার দেশটিতে বন্ধ দেখা যায় বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের টেলিযোগাযোগ নীতিনির্ধারক প্রতিষ্ঠান সিআইটিসি-এর মুখপাত্র আদেল আবু হামিদ বুধবার এক টেলিভিশন চ্যানেলকে বলেন, নতুন নীতিমালা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও দেশের আইন লঙ্ঘন করে এমন কনটেন্ট ব্লক করার দিকে লক্ষ্য রেখে বানানো হয়েছে।
এই অ্যাপগুলো সরকারি বা প্রতিষ্ঠানগুলো কর্তৃক পর্যবেক্ষণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো পরিস্থতিতেই ব্যবহারকারীরা কমিউনিকেশনস অ্যান্ড টেকনোলজি কমিশন-এর পর্যবেক্ষণ বা সেন্সরশিপ এড়িয়ে ভিডিও বা ভয়েস কলিংয়ের জন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন না।”
এসব অ্যাপগুলো প্রচারণাকর্মী আর উগ্রপন্থীরা ব্যবহার করতে পারে এমন আশংকায় ২০১৩ সাল থেকে ইন্টারনেট যোগাযোগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সৌদি আরব।
-
৫জি: ডাউনলোড গতিতে নতুন রেকর্ড স্যামসাংয়ের
-
বৈদ্যুতিক বাইসাইকেল আনলো পোর্শে
-
কোডিংয়ের দিনগুলো মনে পড়ে জাকারবার্গের
-
সহিংসতার ঝুঁকি কমলেই ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলবে ইউটিউব
-
হোয়াইট হাউসের ‘নীবিড় পর্যবেক্ষণে’ মাইক্রোসফট নিরাপত্তা প্যাচ
-
ডেস্কটপ সংস্করণে ভয়েস ও ভিডিও কলিং আনলো হোয়াটসঅ্যাপ
-
পেটেন্ট অমান্য করায় মোটা অঙ্কের জরিমানায় ইনটেল
-
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলছে ফেইসবুক
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)