যুক্তরাজ্যের অনুরোধ প্রত্যাখ্যান হোয়াটসঅ্যাপের
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2017 06:21 PM BdST Updated: 20 Sep 2017 06:21 PM BdST
-
ছবি- রয়টার্স
এনক্রিপ্টেড বার্তা দিতে যুক্তরাজ্যের অনুরোধ প্রত্যাখ্যান করেছে হোয়াটসঅ্যাপ।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে বেশ কয়েক সন্ত্রাসী হামলার পর চ্যাটিং অ্যাপটির কাছে ডেটা চেয়ে অনুরোধ করে দেশটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
নিরাপত্তাবিষয়ক এক সূত্রের বরাতে মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজ জানায়, সন্ত্রাসীদের এনক্রিপ্টেড কথোপকথনে প্রবেশ করতে না পারায় নিরাপত্তা সেবায় একটি “ব্ল্যাক হোল” তৈরি হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, “সন্ত্রাসীরা এনক্রিপ্টেড অ্যাপের নিয়মিত ব্যবহারকারী বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম-এর। বর্তমানে তাদের কথোপকথনে প্রবেশ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যখন আমরা তা পারছি না তখন এটি তদন্তকারীদের জন্য একটি ব্ল্যাক হোল তৈরি করছে।”
হোয়াটসঅ্যাপ-এর পক্ষ থে বলা হয়, তারা তথ্য দিতে পারবে না কারণ তারা নিজেরাই সেগুলো সংগ্রহ করে না।
“বিশ্বজুড়ে মানুষকে নিরাপদ রাখতে আইন প্রণয়নকারী সংস্থাগুলো যে কাজ করছে তারা একে সাধুবাদ জানায়। প্রযোজ্য আইন ও রীতি অনুযায়ী তারা আইন প্রণয়নকারী সংস্থাগুলোর অনুরোধ যত্নসহকারে পর্যালোচনা, যাচাই ও সাড়া দিতে আমরা প্রস্তুত।” --বলেছে হোয়াটসঅ্যাপ।
যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার, ম্যানচেস্টার ও লন্ডন ব্রিজ-এ হামলার আগে হামলাকারীরা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করেছে বলে প্রতিবেদনে বলা হয়। হামলার সন্দেহভাজন এক ব্যক্তির ডিভাইসগুলো উদ্ধার করে তা তদন্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অ্যাপল আইমেসেজ-এর মতো অ্যাপগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে থাকে। এতে বার্তা পাঠানো হলে তা তাদের স্মার্টফোনেই অ্যাপে কোড দিয়ে মজুদ করা হয়।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন