জিমেইল আর্কাইভে ‘আনডু’ বাটন আনল গুগল

অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুবিধার্থে আপডেট আনা হয়েছে জিমেইল অ্যাপে। ইমেইল আর্কাইভে ‘আনডু’ বাটন যোগ করেছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 12:43 PM
Updated : 17 Sept 2017, 12:43 PM

পরিবর্তন ক্ষুদ্র হলেও বাস্তব জীবনে এর বড় প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। নতুন আপডেটে ইমেইল আর্কাইভ করার ক্ষেত্রে নীচের দিকে একটি ‘আনডু’ বাটন রেখেছে প্রতিষ্ঠানটি।

বড় আকারের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ক্ষেত্রে এটি বাড়তি সুবিধা দেবে বলে বলা হচ্ছে। পর্দার নীচের দিকে থাকায় ব্যবহারকারী সহজেই বুড়ো আঙ্গুল দিয়ে এটি চাপতে পারবেন, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

এই বাটনের মাধ্যমে সহজেই আর্কাইভ করা মেইল আনডু করতে পারবেন গ্রাহক। এতে গ্রাহক ডানে বা বামে সোয়াইপ করেই ইমেইল আর্কাইভ করতে পারবেন। সোয়াইপ করলে এখন সেখানে রঙিন বারে আনডু বাটনও দেখানো হবে।

সাম্প্রতিক সময়ে বড় আকারের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জনপ্রিয়তা বাড়তে দেখা গেছে। এ ধরনের ডিভাইসগুলোতে মেইল অ্যাপ ব্যবহারের সুবিধার্থেই জিমেইল এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আনডু বাটন যোগ করায় গ্রাহক দুই হাত ব্যবহার না করেও সহজে ফিচারটি ব্যবহার করতে পারবেন।

এ ছাড়াও নতুন আপডেটে অ্যাপের মধ্যেই ‘মাই অ্যাকাউন্ট’ থেকে গুগল অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করতে পারবেন গ্রাহক।