‘ব্যাটারি সোয়াইপ’ করতে টেসলা পেটেন্ট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2017 07:52 PM BdST Updated: 16 Sep 2017 07:52 PM BdST
-
ছবি- রয়টার্স
সহজে গাড়ির ব্যাটারি পরিবর্তন বা সোয়াইপ করতে নতুন পেটেন্ট আবেদন করেছে টেসলা।
চলতি বছরের মে মাসে পেটেন্টটি জমা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। টেকনিশিয়ানরা যাতে ১৫ মিনিটের মধ্যে গাড়ির ব্যাটারি পরিবর্তন করতে পারে সে লক্ষ্যেই পেটেন্টটি আবেদন করেছে তারা, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
পেটেন্টে আরও দেখা গেছে ‘মডেল এস’ ও ‘মডেল এক্স’ গাড়ি ওপরে ওঠাতে কীভাবে লিফট ব্যবহার করা হবে। এই প্রযুক্তি টেসলা’র নতুন ট্রাক প্রকল্পের জন্যও সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছর অক্টোবরেই সম্পূর্ণ বৈদ্যুতিক ট্রাক উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটির। এর আগে প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক ধারণা প্রকাশ করেছিলেন সেপ্টেম্বরেই ট্রাকটি উন্মোচন করা হবে। এবার সে তারিখ এক মাস পিছিয়েছে টেসলা।
এক টুইট বার্তায় মাস্ক বলেন, “হথ্রোন-এ টেসলা সেমি ট্রাক উন্মোচন ও টেস্ট রাইডের সম্ভাব্য তারিখ ২৬ অক্টোবর।”
২০১৬ সালের থেকেই নতুন ট্রাক আনতে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে টেসলা’র এই ট্রাকগুলো একবার চার্জে ২০০ থেকে ৩০০ মাইল চলতে পারবে।
আগের বছরই বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য টেসলা সেমি নামে একটি ট্রাক উন্মোচনের কথা জানায় প্রতিষ্ঠানটি। চলতি বছর এপ্রিলে মাস্ক জানান সেপ্টেম্বরেই ট্রাকটি উন্মোচন করা হবে।
বৈদ্যুতিক ট্রাকগুলোতে স্ব-চলন প্রযুক্তিও যোগ করার চেষ্টা করছে টেসলা। অগাস্টে রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, টেসলা এমন একটি বৈদ্যুতিক ট্রাক বানাচ্ছে যেটি নিজে থেকেই চলতে পারবে এবং ‘প্লাটুন’ হিসেবে সামনের ট্রাককে অনুসরণ করবে।
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে