ডেটা ফাঁস, ইকুইফাক্স-এর পদে রদবদল

বড় ডেটা লঙ্ঘনের কারণে ১৪ কোটি ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে প্রকাশ করার পর শুক্রবার ক্রেডিট রিপোর্টিং প্রতিষ্ঠান ইকুইফাক্স-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির তথ্য ও নিরাপত্তাবিষয়ক শীর্ষ কর্মকর্তারা অবসরে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 10:27 AM
Updated : 16 Sept 2017, 10:27 AM

ইকুইফাক্স-এর প্রধান তথ্য কর্মকর্তা ডেভিড ওয়েব-এর জায়গায় মার্ক রোরওয়াসার-কে নিযুক্ত করা হবে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্ক রোহরাওয়াসার ২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানটির ইকুইফাক্স ইন্টারন্যাশনাল আইটি কার্যক্রমের নেতৃত্বে ছিলেন।

প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা পদে সুসান মলডিন-এর জায়গায় রাস আইরেস-কে বসানো হবে। তিনি অন্তবর্তীকালীন প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে আইরেস ইকুইফাক্স-এর আইটিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। 

প্রতিষ্ঠানটির এসব পদে এই রদবদলের খবর সবার আগে প্রকাশ করে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

এই ডেটা লঙ্ঘনের খবর প্রকাশের পর শুক্রবার ইকুইফাক্স-এর শেয়ারমূল্য ৩৫ শতাংশ কমে গিয়ে প্রতি শেয়ারের দাম ৯২.৯৮ ডলারে গিয়ে ঠেকেছে।