নতুন পিক্সেল আনছে গুগল

চলতি বছরের ৪ অক্টোবর নতুন পিক্সেল ফোন উন্মোচন করতে যাচ্ছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2017, 01:16 PM
Updated : 15 Sept 2017, 01:16 PM

নতুন একটি ভিডিও এবং ওয়েবসাইট উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এতে স্মার্টফোন ব্যবহারকারীদের “বাড়তি কিছু পাওয়ার জন্য অক্টোবরের ৪ তারিখ সংযুক্ত থাকতে বলা হয়েছে।”

এই তারিখের কথা আগেই বলেছিলেন ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ফাঁস করায় পরিচিতি রয়েছে তার। এক টুইট বার্তায় তিনি বলেন, “আগের বছর অক্টোবরের ৪ তারিখ প্রথম পিক্সেল ডিভাইস উন্মোচন করা হয়, এবারও সে তারিখের সঙ্গে মিলে যাচ্ছে।”

ধারণা করা হচ্ছিল নতুন ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৬ চিপ ব্যবহার করবে গুগল। কিন্তু বৃহস্পতিবার অ্যান্ড্রয়েডবিষয়ক খবরের সাইট অ্যান্ড্রয়েড পুলিশ এবং এক্সডিএ ডেভেলপারস জানায় চলতি বছর মিড-সাইকল ৮৩৬ চিপ নিয়ে কাজ করছে না নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম।

বলা হচ্ছে নতুন পিক্সেল ফোনেও আগের স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপ ব্যবহার করবে মার্কিন সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি-- বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

পিক্সেল ২ নিয়ে এমনও গুজব রয়েছে এতে ৪ জিবি র‍্যাম থাকবে। এর পাশাপাশি এইচটিসি ইউ১১-এর মতো নিংড়ানো ফিচার আনতে পারে গুগল। ফলে ডিভাইসের কোণাগুলো দিয়ে বিভিন্ন কাজ করানো যাবে।

এবারে নতুন পিক্সেল ফোনে আইপি৬৮ স্ট্যান্ডার্ড পানি নীরোধী ব্যবস্থা রাখা হবে বলেও গুজব রয়েছে।