মেসেঞ্জার থেকে সরলো ‘ইনস্ট্যন্ট আর্টিকলস’

মেসেঞ্জার থেকে প্রতিষ্ঠানের নিজস্ব ‘ফাস্ট-লোডিং’ আর্টিকল ফরম্যাট সরিয়েছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 11:38 AM
Updated : 13 Sept 2017, 11:38 AM

মূলত ফেইসবুকের নিজস্ব নিউজ ফিডের জন্যই এই ফরম্যাটটি নকশা করা হয়েছিল। মেসেঞ্জার থেকে সরিয়ে নেওয়া হলেও নিউজ ফিডে এটি আগের মতোই থাকবে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

২০১৫ সালে প্রথম ইনস্ট্যান্ট আর্টিকল ফরম্যাট চালু করে ফেইসবুক। এতে ফেইসবুকের কোর অ্যাপে দশ গুণ দ্রুত পেইজ লোড হয়।

ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, “মানুষ ও প্রকাশকদের ওপর আরও বেশি প্রভাব ফেলতে আমরা যখন ইনস্ট্যান্ট আর্টিকল-কে আরও পরিমার্জিত ও উন্নত করছি। আমরা ইনস্ট্যান্ট আর্টিকলস-এ ফেইসবুক কোর অ্যাপের জন্য বিনিয়োগে নজর দিয়েছি এবং মেসেঞ্জারে আর ইনস্ট্যান্ট আর্টিকলস থাকছে না।”

শুরুতে প্ল্যাটফর্মটির মূদ্রায়নের অভাবে অনেক নামধারী প্রকাশনা ও প্রকাশক এর থেকে নিজেদের সেবা উঠিয়ে নিয়েছে বা এতে অংশই নেয়নি। এছাড়া এই ফরম্যাটে ট্রাফিক রিপোর্টিংয়েও সমস্যা দেখা গেছে।

ফেইসবুক নিশ্চিত করেছে যে, পেইড-কনটেন্ট মডেল চালু করতে প্রকাশকদের সঙ্গে কাজ করছে করছে তারা। চলতি বছরের শেষ দিকে এটি পরীক্ষা করার কথা রয়েছে।

নতুন মডেলে পাঠকরা সরাসরি ফেইসবুক অ্যাপ থেকে সাবস্ক্রাইব ও প্রকাশনার জন্য মূল্য দিতে পারবেন।