নিজের অ্যাকাউন্ট অ্যাকসেস শেয়ার সুবিধা টুইটারে

গ্রাহকদের একাধিক অ্যাকাউন্টে আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে অ্যাকসেস শেয়ার করতে সুযোগ দিচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এক্ষেত্রে অ্যাকাউন্টগুলো পাসওয়ার্ড শেয়ারের দরকার হবে না। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 12:46 PM
Updated : 10 Sept 2017, 12:46 PM

টুইটার-এর টুইটডেক বিভাগের পক্ষ থেকে দেওয়া এক টুইটে বলা হয়, “টিমস হচ্ছে পাসওয়ার্ড শেয়ার না করেই অ্যাকাউন্টগুলো চালানোর একটি নিরাপদ উপায়। এটি বর্তমানে টুইটার অ্যাপেই মোবাইল ফোনে ব্যবহার করা যাচ্ছে।”

টুইটডেক-এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের একটি ইন্টারফেইসের একাধিক টাইমলাইন দেখার সুযোগ পান, উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

মিউটিং, সার্চ আর লিস্ট ম্যানেজমেন্ট-এর মতো ‘টুইটডেক’-এর আরও অনেক উন্নত ফিচার রয়েছে। ইতোমধ্যে এই ফিচারগুলো টুইটারেও পাওয়া যাচ্ছে।

শুরুর দিকে শুধু প্রদায়ক ও অ্যাডমিনরা টুইটডেক-এর প্লাটফর্মে ‘টুইটডেক টিমস’ অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারতেন।

২০১১ সালে টুইটার চার কোটি ডলারের বিনিময়ে টুইটারডেক অ্যাপটি কিনে নেয়। কয়েকবছর আগে টুইটার টুইটডেক-এর  মোবাইল অ্যাপগুলো বন্ধ করে দেয় আর ২০১৬ সালে এর উইন্ডোজ সংস্করণও বন্ধ করে দেওয়া হয়।