ডিজেলচালিত গাড়ি চায় না উবার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017 05:46 PM BdST Updated: 09 Sep 2017 05:46 PM BdST
-
ছবি- রয়টার্স
২০১৯ সালের শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ডিজেলচালিত গাড়ি ব্যবহার বন্ধ করে দেবে অ্যাপভিত্তিক রাইড-হেইলিং মার্কিন প্রতিষ্ঠান উবার। শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এরপর থেকে অধিকাংশ যাত্রায় বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি ব্যবহার করা হবে।
বর্তমানে শহরটিতে উবার-এর কম খরচের সেবা উবারএক্স চলছে। এই সেবার অধীনে হওয়া মোট যাত্রার প্রায় অর্ধেকই পরিবেশবান্ধব যানবাহন দিয়ে হয়েছে দাবি প্রতিষ্ঠানটির। উবারএক্স সেবায় গ্রাহকদের স্মার্টফোনের মাধ্যমে যাত্রা বুকিং দিয়ে রাখার ব্যবস্থা রয়েছে।
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের নতুন গাড়িগুলোকে বৈদ্যুতিক করতে বড় পরিসরে পদক্ষেপ নিচ্ছে।
২০৪০ সাল থেকে সব ধরনের পেট্রোল আর ডিজেলচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর আগে একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ফ্রান্স আর মাদ্রিদ, মেক্সিকো সিটি ও এথেন্স-এর মতো শহরগুলো।
বর্তমানে লন্ডনে উবারের অধীনে ৪০ হাজার চালক রয়েছে। উবারএক্স-এর বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ির মডেল ২০২২ সালের মধ্যে পুরো যুক্তরাজ্য জুড়ে আনা পরিকল্পনাও প্রকাশ করেছে তারা।
যুক্তরাজ্যের শহরগুলোতে উবার-এর প্রধান হিসেবে থাকা ফ্রেড জোনস বলেন, “বায়ু দূষণ একটি ক্রমবর্ধমান সমস্যা আর আমরা এ ধরনের সমস্যা লড়াইয়ে বড় পরিকল্পনার মাধ্যমে আমাদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।”
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের