আবারও ইলন মাস্ক-এর পোস্টে নতুন স্পেস স্যুট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017 04:32 PM BdST Updated: 09 Sep 2017 04:32 PM BdST
-
ছবি- ইলন মাস্ক ইনস্টাগ্রাম
স্পেসএক্স-এর তৈরি নতুন স্পেস স্যুটের ছবি প্রকাশ করেছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক।
ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের এক পোস্টে নতুন স্যুটের ছবি প্রকাশ করেন তিনি। এর আগেও ইনস্টাগ্রামে এটির একটি ছবি প্রকাশ করেছিলেন এই প্রকৌশলী। এবার নতন ছবিতে পুরো শরীরের ছবি দিয়েছেন তিনি।
নতুন ছবিতে স্যুটটি পরা অবস্থায় দেখতে কেমন তার ধারণা পাওয়া গেছে। এতে দেখা গেছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটির ‘ক্র ড্রাগন’ ক্যাপসিউলের সামনে একজন নভোচারী স্পেস স্যুট পরে দাঁড়িয়ে আছেন, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
এর আগের ছবিতে শুধু নভোচারীর মাথার হেলমেট দেখা গিয়েছিল। এবার পুরো স্যুটেরই ছবি দিয়েছেন তিনি।
ছবিতে দেখা গেছে সাদা রঙের স্যুটের সঙ্গে কালো প্যানেল ব্যবহার করা হয়েছে। আর এতে একটি হেলমেট রয়েছে যেখানে বড় ফেইস শিল্ড রাখা হয়েছে।
আগের পোস্টে মাস্ক বলেন, ছবিতে যা দেখানো হয়েছে তা বাস্তব। প্রতিষ্ঠানের কার্যকরী এই সংস্করণটি হয়তো একদিন নভোচারীদের দেওয়া হবে।
“এটি আসলেই কাজ করে। বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে কার্যকরিতার সাদৃশ্য রাখাটা অনেক কঠিন ছিল,” বলেন মাস্ক।
স্পেসএক্স-এর ক্রু ড্রাগন-এর নভোচারীদের জন্যই নতুন স্পেসস্যুটটি নকশা করা হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা’র সঙ্গে চুক্তিতে নভোচারীদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠাবে স্পেসএক্স।
এখন পর্যন্ত শুধু সরকারি প্রতিষ্ঠানই মহাকাশে মানুষ পাঠিয়েছে। এবার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে মহাকাশে মানুষ পাঠিয়ে ইতিহাস গড়তে বোয়িংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে স্পেসএক্স।
২০১১ সালে স্পেস শাটল প্রোগ্রাম বন্ধ হওয়ার পর থেকে মহাকাশে নভোচারী পাঠাতে কোনো মহাকাশযান নেই নাসা’র। এ যাবত নভোচারী পাঠাতে রাশিয়ান মিশনের ওপর নির্ভর করে আসছিল প্রতিষ্ঠানটি।
বেশ কয়েক বছর ধরেই বোয়িং ও স্পেসএক্স মানববাহী মহাকাশযান তৈরি করে আসছে। নভোচারী পাঠাতে ২০১৪ সালে এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে নাসা।
চুক্তি অনুযায়ী নাসা’র মিশনের পাশাপাশি ৪২০ কোটি মার্কিন ডলার পেয়েছে বোয়িং এবং স্পেসএক্স পেয়েছে ২৬০ কোটি মার্কিন ডলার।
স্পেসএক্স-এর আগেই নিজস্ব স্পেসস্যুট নকশা করেছে বোয়িং। উজ্জ্বল নীল রঙের তাদের স্পেসস্যুট নকশা করেছে স্পোর্টস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান রিবক।
শীঘ্রই নতুন স্যুট নিয়ে আরও তথ্য জানানোর অঙ্গীকার করেছেন মাস্ক।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ