শত কোটি ছাড়িয়ে ‘থ্রোনস’ পাইরেসি

একশ’ কোটির বেশিবার অবৈধভাবে ডাউনলোড বা স্ট্রিম করা হয়েছে গেইম অফ থ্রোনস-এর সপ্তম সিজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 10:23 AM
Updated : 9 Sept 2017, 10:23 AM

পাইরেসি বিরোধী প্রতিষ্ঠান এমইউএসও (মুসো)-এর তথ্যানুসারে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তম সিজনের প্রতিটি পর্ব গড়ে ১৪৭০ কোটি বার অবৈধভাবে দেখা হয়েছে-- খবর আইএএনএস-এর।

এই সিজনের প্রতিটি পর্ব প্রথম প্রচারের ৭২ ঘন্টার মধ্যে নয় কোটি বার অবৈধভাবে ডাউনলোড বা স্ট্রিম করা হয়েছে।  আর ৭২ ঘন্টার মধ্যে সিজনের শেষ পর্ব ডাউনলোড হয়েছে ১২ কোটি বার।

এ ব্যাপারে মুসো প্রধান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি চ্যাটারলে বলেন, “গেইম অফ থ্রোনস আজকের সবচেয়ে বড় বৈশ্বিক বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর পাইরেসি নেটওয়ার্কে এর কার্যক্রম নজিরবিহীনভাবে বেড়েছে।”

তিনি আরও বলেন, “এটা এখন গোপন নয় যে সর্বশেষ সিজনের পর্বগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে, যার মধ্যে কিছু পর্ব প্রচার করার আগেই ফাঁস করা হয়েছে এবং এতে অবৈধ কার্যক্রম দেখা গেছে।”

এবারের সিজন গল্পের বাইরেও হ্যাকিংয়ের শিকার হওয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফাঁস হওয়া পর্বগুলোর একটি স্টার ইন্ডিয়া থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদেরকে হুমকিও দিয়েছে হ্যাকাররা।