এইচটিসি-কে কিনছে গুগল?

তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি-কে কিনতে খুব কাছে পৌঁছে গিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল, এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2017, 11:07 AM
Updated : 8 Sept 2017, 11:09 AM

তাইওয়ানিজ এক প্রকাশনার বরাতে প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিষ্ঠানটি এই ক্রয়চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে, এ ক্ষেত্রে এইচটিসি’র মূল্য কত হবে তা নিয়ে কিছু বলা হয়নি।

তিন বছর আগে গুগল নিজেদের অধীনে থাকা অঙ্গপ্রতিষ্ঠান মটোরোলা স্মার্টফোন বিক্রি করে দেয়। এই চুক্তি হলে তা গুগলের জন্য আবারও হার্ডওয়্যার ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে জোরেসোরে ফিরে আসার আভাস পাওয়া যাবে, এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে। বর্তমানে গুগল পিক্সেল ফোনের মতো নিজস্ব অন্যান্য ডিভাইস তৈরিতে বেশি বিনিয়োগ করছে।

গুগল আর এইচটিসি’র প্রতিনিধিরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ইউবিএস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলে, এই চুক্তি শুধুই এইচটিসি স্মার্টফোন গবেষণা ও উন্নয়ন দল যুক্ত হবে।

বৃহস্পতিবার এ খবর প্রকাশের পর গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার মূল্য অপরিবর্তিত ছিল।