রুশ প্রচারণার প্রমাণ ‘পায়নি’ গুগল

রুশ প্রজ্ঞাপন প্রচারণা চালানোর অভিযোগ নিয়ে নিজেদের বিজ্ঞাপনী প্লাটফর্মগুলোতে কোনো প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2017, 09:14 AM
Updated : 8 Sept 2017, 09:18 AM

সম্প্রতি সোশাল জায়ান্ট ফেইসবুক ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে তাদের প্লাটফর্মে এমন রুশ প্রচারণা নিয়ে অভিযোগ তুলেছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার এ বিষয়ে নিজেদের অভিমত প্রকাশ করল গুগল, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। 

এক প্রশ্নের জবাবে মার্কিন টেক জায়ান্ট অ্যালফাবেট অধীনস্থ গুগল-এর পক্ষ থেকে বলা হয়, “আমরা সবসময় অপব্যবহার আর আমাদের নীতিমালা লঙ্ঘনের বিষয় পর্যবেক্ষণ করি আর আমরা আমাদের প্লাটফর্মগুলোতে এ ধরনের কোনো বিজ্ঞাপনী প্রচারণা চালানোর প্রমাণ পাইনি।” 

সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক বলেছে, ২০১৭ সালের মে মাস পর্যন্ত হিসাবে দুই বছরের বেশি সময়ের মধ্যে প্রায় তিন হাজার বিজ্ঞাপনের পেছনে এক লাখ ডলার ব্যয় করা হয়েছে। তারা এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তে সহযোগিতা করতে চায় বলেও জানায়।

ফেইসবুক মার্কিন সরকারের বিশেষ কৌসুলী রবার্ট মুয়েলার-এর কাছে তাদের প্রমাণ হস্তান্তর করছে। মুয়েলার ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রুশ হস্তক্ষেপের বিষয়ে চলমান তদন্ত পর্যবেক্ষণ করছেন। ফেইসবুকের পক্ষ থেকে আরও বলা হয়, এই বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের প্রায় ৪৭০টি অ্যাকাউন্টের দিকে নিয়ে গেছে। এসব অ্যাকাউন্ট মিথ্যা তথ্য ছড়ায় বা ফেইসবুকের শর্তাবলী লঙ্ঘন করে।

বুধবার প্রকাশিত এক ব্লগ পোস্টে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “এই বিজ্ঞাপন আর অ্যাকাউন্টগুলো আদর্শগত ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক বিভেদ সৃষ্টিকারী বার্তা বাড়ানোর দিকে জোর দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এ বিষয়ে ফেইসবুক শুধুই তাদের ধারণা প্রকাশ করছে আর তারা পুরোপুরি নিশ্চিত নয় যে এই অ্যাকাউন্টগুলো ইন্টারনেট রিসার্চ এজেন্সি’র তৈরি। প্রশ্নের মুখে পড়া অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ফেইসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস।