আলিবাবা’র সঙ্গে চুক্তিতে মেক্সিকো

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড-এর সঙ্গে চুক্তি করেছে মেক্সিকো সরকার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 11:58 AM
Updated : 7 Sept 2017, 11:58 AM

প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে মেক্সিকান পণ্য বিক্রির লক্ষ্যে এই চুক্তি করেছে দেশটি। চুক্তির মাধ্যমে আলিবাবা’র সাইটে ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করবে মেক্সিকো, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

সম্প্রতি বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনা করতে চীন ভ্রমণ করেছেন মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। তার এ ভ্রমণের প্রেক্ষিতে বৈচিত্র্যের কৌশল ও দেশীয় পণ্যের জন্য নতুন বাজার তৈরি করতেই আলিবাবা’র সঙ্গে চুক্তি হয়েছে।

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বারবার নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা) বাতিল করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির অধীনে ১২০০০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। চুক্তি বাতিলের হুমকির মুখে ব্যাণিজ্যের নতুন চ্যানেল উন্মুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নিতে শুরু করেছেন পেনা নিয়েতো।

অন্যদিকে নাফটা চুক্তি আধুনিকীকরণে মঙ্গলবার দ্বিতীয় দফায় বৈঠক শেষ করেছে এই তিন দেশ। বৈঠক শেষে এতে অগ্রগতির কথা জানিয়েছেন দেশগুলোর কর্মকর্তারা।

পেনা নিয়েতো’র ভ্রমণকালে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং শুয়েন বলেন, মেক্সিকোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী চীন।