নতুন ফিচার নিয়ে অ্যাপ স্টোরের শীর্ষে টিন্ডার

‘কে প্রথমে লাইক দিচ্ছে’- তা ব্যবহারকারীকে দেখানোর জন্য নতুন ফিচার চালু করার পর ডেটিং প্ল্যাটফর্ম টিন্ডার অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষে উঠে এসেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 03:07 PM
Updated : 5 Sept 2017, 03:07 PM

বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে তালিকার প্রথম দিকে থাকা নেটফ্লিক্স আর ক্যান্ডি ক্রাশ কে পেছনে ফেলেছে এই অ্যাপ। ব্যবহারকারী আর সাবস্ক্রাইবাররা তাদের উপযুক্ত ম্যাচ দেখতে পান যখন উভয়েই ডান দিকে ‘সোয়াইপ’ করে লাইক করেন।

নতুন প্রবর্তিত টিন্ডার গোল্ড ফিচারের মাসিক খরচ ৪.৯৯ থেকে সর্বোচ্চ ৯.৯৯ মার্কিন ডলার। কিন্তু এখনও এটা অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে না।  

“ডেটিং অ্যাপগুলোতে প্রিমিয়াম চার্জের অপশন রয়েছে, আর প্রিমিয়াম সাবস্ক্রিপশনসের ফিচারের জন্য ব্যবহারকারীরা তাদের ব্যবহারের উপর বিল দিতে পারেন”-  আইএইচএস মার্কিট-এর বিশেষজ্ঞ জ্যাক কেন্ট বিবিসিকে এ কথা বলেন।

তবে সাফল্যের জন্য ডেটিং প্ল্যাটফর্মের ব্যবহারকারী আরও বাড়াতে হবে বলেও তিনি জানান।

“নতুন ফিচার চালু করার সময় তা কেবল প্রিমিয়াম গ্রাহকদের নাগালেই থাকে। তাই কীভাবে যোগাযোগে এই ফিচার পরিচালনা করা হবে আর ফ্রি অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে সমন্বয় করা হবে তা অ্যাপ প্রকাশকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়,” তিনি বলেন।

অ্যাপটিতে দৈনিক ১৬ কোটি প্রোফাইল সোয়াইপ হচ্ছে আর ২৬ লাখ ম্যাচ তৈরি হচ্ছে বলে দাবি করেছে টিন্ডার।