আইপিএল সম্প্রচার করতে চেয়েছিল ফেইসবুক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ক্রিকেট ম্যাচের ‘ডিজিটাল ডিস্ট্রিবিউশন রাইট’ কিনতে ৬০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল ফেইসবুক। এর মাধ্যমে পাঁচ বছরের জন্য এই টুর্নামেন্টের খেলা ডিজিটাল সম্প্রচারের সত্ত্বাধিকার চেয়েছিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 01:07 PM
Updated : 6 Sept 2017, 09:25 AM

ফেইসবুক প্রস্তাব দিলেও, সোমবার নিলামে ১৬৩৪৭.৫০ কোটি রুপি বা প্রায় ২৫৪ কোটি মার্কিন ডলারের বিনিময়ে একাই বিশ্বব্যাপী টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেই টুর্নামেন্ট সম্প্রচারের সত্ত্বাধিকার কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া।

ফেইসবুক তাদের লাইভ ভিডিও সেবার জন্য খেলাধূলাসহ আরও বেশি আসল কনটেন্টের দিকে ঝুঁকছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

চলতি বছর ফেব্রুয়ারিতে ফেইসবুক মেক্সিকান ফুটবল লিগ এমএক্স ২০১৭ সিজন-এর ৪৬টি ম্যাচ সরাসরি সম্প্রচার করে।

মাইক্রোব্লগিং সাইট টুইটার ইতোমধ্যে তাদের প্লাটফর্মে বিভিন্ন ধরনের খেলা সরাসরি সম্প্রচার করছে। ২০১৬ সালের জুলাইয়ে টুইটার টেনিস টুর্নামেন্ট উইম্বলডন সম্প্রচার করে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএল-ও সম্প্রচার করছে।