আইওএস-এ এলো গুগল সার্চ-এর নতুন ফিচার 

নিজেদের আইওএস সার্চ অ্যাপে টুইটারের মতো ‘ট্রেন্ডিং সার্চ’ সুবিধা যুক্ত করেছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2017, 02:58 PM
Updated : 2 Sept 2017, 02:58 PM

নতুন এই সুবিধার মাধ্যমে একজন ব্যবহারকারী ‘স্টার্ট এ সার্চ’ বক্সএ ট্যাপ করার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় সার্চগুলো স্বয়ংক্রিয়ভাবে দেখতে পারবেন।

অপশনটির মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন প্রশ্নের উত্তরও জানতে পারবেন।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর সূত্র উল্লেখ করে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, আইওএসের অ্যাপস্টোরে নতুন সংযোগ করা এই ‘হোয়াটস নিউ’ অপশনটিতে ‘ইনস্ট্যান্ট আনসার’নামের আরও একটি সুবিধা রয়েছে।

এর মাধ্যমে একজন ব্যবহারকারী সার্চ বক্সে প্রশ্ন লেখার সঙ্গে সঙ্গে সম্ভাব্য উত্তর পেতে শুরু করবেন। এক্ষেত্রে ব্যবহারকারীকে সার্চ বাটনটিওক্লিক করতে হবে না।

২০১৬ সালে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে যখন এই ফিচার আনা হয়, তখন অনেক ব্যবহারকারী এটি ‘বিরক্তিকর’ ও ‘মনযোগ নষ্টকারী’ বলে অভিযোগ তোলেন। বিশেষত, তারা ব্যক্তিগতভাবে আগ্রহী নন এমন কনটেন্ট দেখানো হতো বলেই তাদের দাবি। 

এর কয়েক মাস পর গুগল তাদের গুগল সার্চ অ্যাপ আপডেট করে ও এতে একটি অপট-আউট সেটিং যুক্ত করে।