১২ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্ট

সেপ্টেম্বরের অনুষ্ঠিতব্য ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 11:06 AM
Updated : 1 Sept 2017, 11:06 AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের নতুন প্রধান কার্যালয়ের স্টিভ জবস থিয়েটার-এ ১২ সেপ্টেম্বর এই ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে আইফোন ৮ উন্মোচন করা হবে বলে গুঞ্জন রয়েছে, উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

চলতি বছর আইফোনের ১০ বছরপূর্তি হতে যাচ্ছে। এ কারণে এই ইভেন্টে অ্যাপল বড় কিছু করতে যাচ্ছে বলেই ধারণা অধিকাংশ অ্যাপল পর্যবেক্ষকদের। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো অ্যাপল তাদের অ্যাপল পার্ক প্রধান কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে দেখাতে যাচ্ছে। দাওয়াতপত্রের মলাটে অ্যাপল লোগোর নিচে বলা হয়েছে- "লেট'স মিট অ্যাট আওয়ার প্লেস।" 

চলতি বছর অ্যাপল তিনটি নতুন আইফোন নিয়ে কাজ করছে বলে গুঞ্জন উঠেছে। এর মধ্যে আইফোন ৭ আর আইফোন ৭ প্লাস-এ কিছু আপডেট আনা হবে বলে ধারণা করা হচ্ছে। 

বাজারে চলা গুঞ্জন অনুযায়ী এই অনুষ্ঠানের সবচেয়ে বড় তারকা হবে আইফোন ৮। এটি নিয়ে ইতোমধ্যে নানা জল্পনা শোনা গেছে। নতুন আইফোন নিয়ে থাকা জল্পনাগুলো হচ্ছে-

● ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে ডিভাইসটি আনলক করতে পারে এমন একটি ‘৩ডি’ ক্যামেরা।

● কোনো হোম বাটন আর টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না।

● তারবিহীন চার্জিং প্রযুক্তি।

● ওএলইডি স্ক্রিন, যা আরও বেশি শক্তি সাশ্রয়ী ও ভালো রঙ দেখাতে সক্ষম হবে।

● উন্নত ডুয়াল লেন্স ক্যামেরা ব্যবস্থা, যা আইফোন ৭ প্লাস-এর মতো হবে।

● এর দাম ৯৯৯ ডলার রাখা হবে।