বন্যা আক্রান্তদের ১০ লাখ ডলার দেবে গুগল

বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যাদুর্গত অঞ্চলগুলোতে ১০ লাখ ডলার ত্রাণ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 01:27 PM
Updated : 31 August 2017, 01:27 PM

বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে গুগলের দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের ভাইস-প্রেসিডেন্ট রাজান আনান্দান বলেন, “আমরা গুগল ডটঅর্গ, গুগল কর্মীদের পক্ষ থেকে গুঞ্জ আর সেইভ দ্য চিলড্রেন-এর কাছে তাদের ত্রান কার্যক্রমের জন্য ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। 

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা সেইভ দ্য চিলড্রেন এই তিনদেশে বন্যাদুর্গত অঞ্চলগুলোতে কাজ করছে ও ১,৬০,০০০ জন মানুষের কাছে তাদের সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করছে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি আক্রান্ত মানুষদের জন্য খাদ্য, আশ্রয়ের জন্য প্রয়োজনীয় উপাদান, বিশুদ্ধকরণ উপাদান দিচ্ছে ও বিশুদ্ধ পানির উৎস পুনরুদ্ধারে কাজ করছে। 

ভারতীয় অলাভজনক সংস্থা গুঞ্জ ভারতের প্রান্তিক অঞ্চলের নয়টি অঙ্গরাজ্যে ৭৫ হাজার বন্যা আক্রান্ত পরিবারকে সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়েছে। তারা আক্রান্তদের খাদ্য, মাদুর, কম্বল, বিশুদ্ধকরণ উপাদানের মতো মৌলিক চাহিদার উপাদানগুলো দেওয়ার চেষ্টা করছে।

এদিকে, গুগলের ক্রাইসিস রেসপন্স দল বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যাদুর্গত এলাকাগুলোতে ‘এসওএস অ্যালার্টস’ চালু করেছে।