ভারতে চালকদের বিনামূল্যে বিমা সেবা দেবে উবার

ভারতে নিজেদের সাড়ে চার লাখ চালককে বিনামূল্যে বিমা সেবা দিচ্ছে উবার। এই বিমার আওতায় দূর্ঘটনায় চালকদের মৃত্যু, অক্ষমতা বা হাসপাতালে ভর্তির মতো বিষয়গুলো থাকছে বলে মঙ্গলবার জানিয়েছে অ্যাপভিত্তিক রাইড-হেইলিং সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 12:26 PM
Updated : 30 August 2017, 12:26 PM

ভারতে উবার-এর প্রতিদ্বন্দ্বী হচ্ছে জাপানি সফটব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান ওলা।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে উবার ভারতে চালকদের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়। ভারত প্রতিষ্ঠানটির জন্য অন্যতম বড় ও প্রতিযোগিতামূলক বাজার। এখানেই চালকদের ধর্মঘটের মুখে পড়তে প্রতিষ্ঠানটিকে। 

চালকদের জন্য উবারের আনা এই বিমা সেবা দিচ্ছে আইসিআইসিআই লমবার্ড জেনারেল ইনসুরেন্স, এটি চলতি বছর ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বিমা প্রতিষ্ঠানটি বলেছে, কোনো চালকের চিকিৎসায় ৫০ হাজার রুপি থেকে মৃত্যুতে পাঁচ লাখ রুপি পর্যন্ত বিমা সেবা দেওয়া হবে। 

সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন প্রধান নির্বাহী হিসেবে এক্সপেডিয়া প্রধান দারা খাসরোশাহি-কে বাছাই করে।

এর আগে প্রতিষ্ঠানটিতে যৌন হয়রানি, পুরুষতান্ত্রিক সংস্কৃতি এবং জেষ্ঠ্য নির্বাহী কর্মকর্তারা প্রতিষ্ঠান ছাড়ায় শেয়ারধারীদের চাপে প্রধান নির্বাহীর পদ ছাড়তে বাধ্য হন সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক। এরপর থেকেই নতুন প্রধানের খোঁজ করতে নিয়মিত বৈঠক করে আসছিলেন উবার-এর বোর্ড সদস্যরা।