পুরোদমে চালু হচ্ছে ফেইসবুক ওয়াচ

পুরোদমে চালু হতে যাচ্ছে নির্মাতা ও প্রকাশকদের জন্য ফেইসবুক-এর নতুন  ভিডিও প্ল্যাটফর্ম ‘ওয়াচ’। এতে ফান্ডেড শো যোগ করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 10:24 AM
Updated : 30 August 2017, 10:24 AM

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, এই প্ল্যাটফর্মে ‘দ্য গ্রেট চিজ হান্ট’ ও ‘ইটস কুল, বাট ডাজ ইট রিয়েলি ওয়ার্ক?’ নামে দুইটি নতুন শো চালু করতে যাচ্ছে বিজনেস ইনসাইডার-এর লাইফস্টাইল ব্র্যান্ড।

এ ছাড়া বৃহস্পতিবার ‘উই নিড টু টক’  এবং শুক্রবার ‘হেলথ হ্যাকস’ প্রচার করবে সংবাদমাধ্যম ও প্রকাশক এটিটিএন।

এর পাশাপাশি অন্যান্য অনেক প্রতিষ্ঠানই এই প্ল্যাটফর্মে ভিডিও প্রচার শুরু করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইউটিউব-এর সঙ্গে পাল্লা দেওয়ার প্রয়াস নিয়ে চলতি মাসের শুরুতে এই সেবা চালু করার ঘোষণা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

আগের বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ভিডিও ট্যাব চালু করে ফেইসবুক। এই ট্যাবে গ্রাহক ফেইসবুকের ভিডিওগুলো খুঁজে পেতে পারেন। এবার ওয়াচ-এর মাধ্যমে একে আরেক ধাপ এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

ফেইসবুক-এর পণ্য বিভাগের পরিচালক ড্যানিয়েল ডাঙ্কার বলেন, “আপনারা যে অনুষ্ঠানগুলো ভালোবাসেন এখন আমরা সেগুলো আরও সহজে পেতে আপনাদের সহায়তা করতে চাই।”

এই সেবার মাধ্যমে গ্রাহক তার নিজের নিউজ ফিডের বাইরে সহজেই ভিডিও ব্রাউজ করতে পারবেন। এছাড়া গ্রাহক চাইলে তার ওয়াচলিস্টও তৈরি করতে পারবেন। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য অরিজিনাল ভিডিও তৈরি করেন তারা ওয়াচ থেকে বিজ্ঞাপনী আয়ের ৫৫ শতাংশ পাবেন। আর ফেইসবুক নেবে ৪৫ শতাংশ।

এ ছাড়া সপ্তাহে একটি করে লাইভ গেইম প্রচার করতে ইতোমধ্যে মেজর লিগ বেইজবল-এর সঙ্গেও চুক্তি করেছে ফেইসবুক।