লোগো পরিবর্তন করলো ইউটিউব

লোগো পরিবর্তন করেছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল অধীনস্থ ইউটিউব। পরিবর্তন আনা হয়েছে বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটির ডেস্কটপ আর মোবাইল অ্যাপের নকশাতেও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 10:20 AM
Updated : 30 August 2017, 10:20 AM

এখন পর্যন্ত ইউটিউব লোগোতে এটিই সবচেয়ে বড় পরিবর্তন বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন লোগোতে ‘টিউব’ লেখার ভেতরে থাকা লাল রঙ রাখা হয়নি। ‘ইউটিউব’ নামটির বামপাশে রাখা হয়েছে ‘প্লে’ আইকন, বুধবার অ্যান্ড্রয়েড অথরিটি’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

গুগলের পক্ষ থেকে বলা হয়, নতুন ইউটিউব লোগো “বিভিন্ন ধরনের ডিভাইসে, এমনকি একদম ছোটগুলোর স্ক্রিনেও” ভালো কাজ করবে।

এই সেবার টাইপফেইস, রঙ আর বিভিন্ন ক্ষেত্রে বড় কিছু পরিবর্তনও আনা হচ্ছে।

চলতি বছরের শুরুতে, ইউটিউব ডেস্কটপ ওয়েবসাইটের জন্য একটি বড় পরিবর্তন আনে। এর মাধ্যমে রাতে ভালো দেখার জন্য ‘ডার্ক মোড’সহ আরও নতুন কিছু ফিচার আনা হয়।

নতুন এক প্রতিবেদনে বলা হয়, “অ্যাপ দর্শকদের বাজারে গুগল মালিকানাধীন ইউটিউব ৭১ শতাংশ জায়গা দখল করে দ্বিতীয় স্থানে আছে। আর ৬১ শতাংশ দখলে নিয়ে চতুর্থ স্থানে আছে গুগলের সার্চ অ্যাপ।”