ভুয়া সংবাদ বন্ধে ফেইসবুকের আরেক পদক্ষেপ

ভুয়া সংবাদ ও ভাইরাল হওয়া ধাপ্পাবাজি ছড়ানো বন্ধ করতে বাড়তি পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 11:36 AM
Updated : 29 August 2017, 11:36 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমটির কোনো পেইজ থেকে বারবার ভুয়া সংবাদ প্রচার করা হলে ফেইসবুকে সেটির বিজ্ঞাপন বন্ধ করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ।

ভুয়া স্টোরিজ শণাক্ত করতে তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে থাকে ফেইসবুক। প্রতিষ্ঠানের বর্তমান নীতিমালা অনুযায়ী এখনও ভুয়া সংবাদ প্রচার করতে পারে না বিজ্ঞাপনদাতারা। নতুন পদক্ষেপের মাধ্যমে এই উদ্যোগকে আরেক ধাপ সামনে এগিয়ে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটি।

এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “ফেইসবুক বিজ্ঞাপন ব্যবহার করে যেসব পেইজ আরও বিস্তৃত পরিসরে ভুয়া সংবাদ প্রচারের লক্ষ্যে গ্রাহক তৈরি করছে সেগুলো শনাক্ত করা হচ্ছে।”

ভুয়া সংবাদ থেকে যে পেইজগুলো আয় করছে সেগুলো থামাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, এই পেইজগুলো ভুয়া খবর প্রচার বন্ধ করলে তারা আবারও বিজ্ঞাপন দিতে পারবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে ভুয়া সংবাদ প্রচার থামাতে বেশ কিছু উদোগ নিয়েছে ফেইসবুক।

ফেইসবুক জানায়, “ভুল তথ্য ক্ষতিকর, আর যে পেইজগুলো ভুয়া খবর ছড়াচ্ছে তারা বিশ্বকে কম তথ্য জানাচ্ছে।”