মহাকাশ গবেষণায় এক হচ্ছে রাশিয়া ও চীন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2017 02:33 PM BdST Updated: 28 Aug 2017 02:33 PM BdST
-
ছবি- রয়টার্স
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত যৌথভাবে মহাকাশ গবেষণার লক্ষ্যে চুক্তি করতে যাচ্ছে রাশিয়া ও চীন।
এরা আগেও একসঙ্গে গবেষণার চুক্তি করেছে এই দুই দেশ। এবার নতুন চুক্তির মাধ্যমে মহাকাশ গবেষণায় গতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সোমবার চুক্তির বিষয়টি প্রতিবেদনে জানিয়েছে পিপলস ডেইলি।
চলতি বছরের অক্টোবরে চুক্তিটি স্বাক্ষর করার কথা রয়েছে। এর মাধমে দুই দেশই লাভবান হবে বলে বলা হচ্ছে, বিশেষ করে ভবিষ্যতে চাঁদে মানবহীন মিশন পরিচালনার ক্ষেত্রে।
পাঁচটি বিষয় দ্বিপাক্ষিক এ চুক্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে চাঁদ ও গভীর মহাকাশ অন্বেষণ, বিশেষ উপাদান তৈরি, স্যাটেলাইট ব্যবস্থায় সহযোগিতা, আর্থ রিমোট সেন্সিং এবং মহাকাশ ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা অন্তর্ভূক্ত।
মহাকাশ নিয়ে চীন ও রাশিয়ার মধ্যে এটিই প্রথম চুক্তি নয়। কিন্তু পাঁচ বছর মেয়াদী চুক্তি আগে কখনও হয়নি।
এর মধ্যে চাঁদ থেকে পৃথিবীতে নমুনা আনার মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে চীনের। আর ২০১৮ সালে চীনের নিজস্ব মহাকাশ কেন্দ্রের প্রথম মডিউল উৎক্ষেপণ করবে বেইজিং। ২০২২ সালের মধ্যে এই মহাকাশ কেন্দ্র স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ২০২০ সালে মঙ্গল গ্রহে রোবট যান দিয়ে একটি মিশন পরিচালনা করবে চীন।
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার