মহাকাশ গবেষণায় এক হচ্ছে রাশিয়া ও চীন

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত যৌথভাবে মহাকাশ গবেষণার লক্ষ্যে চুক্তি করতে যাচ্ছে রাশিয়া ও চীন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 08:33 AM
Updated : 28 August 2017, 08:33 AM

এরা আগেও একসঙ্গে গবেষণার চুক্তি করেছে এই দুই দেশ। এবার নতুন চুক্তির মাধ্যমে মহাকাশ গবেষণায় গতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সোমবার চুক্তির বিষয়টি প্রতিবেদনে জানিয়েছে পিপলস ডেইলি।

চলতি বছরের অক্টোবরে চুক্তিটি স্বাক্ষর করার কথা রয়েছে। এর মাধমে দুই দেশই লাভবান হবে বলে বলা হচ্ছে, বিশেষ করে ভবিষ্যতে চাঁদে মানবহীন মিশন পরিচালনার ক্ষেত্রে।

পাঁচটি বিষয় দ্বিপাক্ষিক এ চুক্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে চাঁদ ও গভীর মহাকাশ অন্বেষণ, বিশেষ উপাদান তৈরি, স্যাটেলাইট ব্যবস্থায় সহযোগিতা, আর্থ রিমোট সেন্সিং এবং মহাকাশ ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা অন্তর্ভূক্ত।

মহাকাশ নিয়ে চীন ও রাশিয়ার মধ্যে এটিই প্রথম চুক্তি নয়। কিন্তু পাঁচ বছর মেয়াদী চুক্তি আগে কখনও হয়নি।

এর মধ্যে চাঁদ থেকে পৃথিবীতে নমুনা আনার মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে চীনের। আর ২০১৮ সালে চীনের নিজস্ব মহাকাশ কেন্দ্রের প্রথম মডিউল উৎক্ষেপণ করবে বেইজিং। ২০২২ সালের মধ্যে এই মহাকাশ কেন্দ্র স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ২০২০ সালে মঙ্গল গ্রহে রোবট যান দিয়ে একটি মিশন পরিচালনা করবে চীন।