শেষ হচ্ছে ‘মূল’ এক্সবক্স ওয়ান-এর যুগ

যুক্তরাষ্ট্রের মূল এক্সবক্স ওয়ান-এর বিক্রি বন্ধ করে দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, শনিবার আইএএনএস-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 02:56 PM
Updated : 26 August 2017, 02:56 PM

মাইক্রোসফট স্টোর-এ মূল এক্সবক্স ওয়ান ‘বিক্রি শেষ’ হওয়া পণ্যের তালিকায় যুক্ত করা হয়েছে। এক্সবক্স সিস্টেমস-এর সার্চে এটি এখন দেখা যায় না। প্রায় চার বছর আগে মাইক্রোসফট এক্সবক্স ওয়ান কনসোল আনা হয়েছিল।

২০১৩ সালের নভেম্বরে ছাড়া মূল এক্সবক্স ওয়ান-এর সমাপ্তি টানা হচ্ছে বলেই এখন ধরা হচ্ছে। এখন এই কনসোলের ‘এস’ আর ‘এক্স’ সংস্করণ চলছে। মূল সংস্করণটি দেখতে একটি ভিসিআর ইউনিট-এর মতো, এর দাম ছিল জাপানি প্রতিষ্ঠান সনি’র প্লেস্টেশন ৪-এর চেয়ে শত ডলার বেশি।

চলতি বছর জুনে মাইক্রোসফট এক্সবক্স ওয়ান এক্স উন্মোচন করে, এতে আনা হয় আল্ট্রা হাই-রেজুলিউশন ৪কে সক্ষমতা ও লিকুইড-কুলিং টেকনোলজি।