গ্যালাক্সি জে৭+ আনছে স্যামসাং

মাত্রই গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করেছে স্যামসাং। এরই মধ্যে গুজব শোনা যাচ্ছে নতুন গ্যালাক্সি জে৭+ আনছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 11:12 AM
Updated : 26 August 2017, 11:12 AM

ইতোমধ্যে গ্যালাক্সি জে৭+ এর কিছু তথ্যও ফাঁস হয়েছে। স্যামসাংয়ের কিছুটা সস্তা স্মার্টফোন সিরিজ হলো ‘জে’ সিরিজ। এবার এই সিরিজে যোগ হতে যাচ্ছে জে৭+।

গ্যালাক্সি নোট ৮-এ প্রথম ডুয়াল ক্যামেরা যোগ করেছে স্যামসাং। এবার গ্যালাক্সি জে৭+ এও ডুয়াল ক্যামেরা রাখা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

নোট ৮-এর মতো জে৭+ এর ডুয়াল ক্যামেরাতেও ‘লাইভ ফোকাস’-এর মতো পোর্ট্রেইট মোড ফিচার থাকবে।

থাইল্যান্ডভিত্তিক ওয়েবসাইট থাইমোবাইলসেন্টার-এর প্রতিবেদনে বলা হয় গ্যালাক্সি জে৭+ হবে স্যামসাংয়ের জনপ্রিয় জে৭ ডিভাইসের নতুন সংস্করণ। আর এতে ‘আইএসওসেল’ ডুয়াল ক্যামেরা থাকবে।

এর পাশাপাশি ৫.৫ ইঞ্চি ফুল-এইচডি পর্দা রাখা হতে পারে ডিভাইসটিতে। আর ২.৪ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরের সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ থাকতে পারে এতে।

অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগাট চালিত এই স্মার্টফোনটিতে স্যামসাংয়ের স্মার্ট অ্যাসিস্টেন্ট বিক্সবি বিল্ট-ইন থাকতে পারে। আর ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে ডিভাইসটিতে।

পেছনে ডুয়াল ক্যামেরার পাশাপাশি সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ব্ল্যাক, পিংক এবং গোল্ড এই তিনটি রঙ্গে জে৭+ বাজারে আনার পরিকল্পনা করছে স্যামসাং।