ডার্ক ওয়েবে মামলায় অভিযুক্ত বাবা-ছেলে

চলতি বছর জুলাইয়ে ডার্ক ওয়েবের একটি কেনাবেচার প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের আইন শৃংখলা প্রণয়নকারী সংস্থা। ওই প্ল্যাটফর্মে মাদক বিক্রির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এক বাবা ও তার ছেলেকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 10:51 AM
Updated : 26 August 2017, 10:51 AM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, আলফাবে নামের ওই প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার আগে এতে ৫৮ বছর বয়সী মাইকেল লুসিয়ানো ও তার ছেলে ২৯ বছর বয়সী ফিলিপ লুসিয়ানো সিনথেটিন অপিঅয়েডস ফেন্টানিল ও অক্সিকোডন বিক্রি করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। 

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক কার্যক্রম চলাকালে তদন্তকারীদের লক্ষ্যে পরিণত হয়েছিল আলফাবে। 

মার্কিন কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই মাদক ব্যবসায় চালিয়েছিলেন অভিযুক্তরা। চলতি বছরের শুরুতে আলফাবে সাইটটিতে প্রথমে আইন শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় ও পরবর্তীতে এটি বন্ধ করে দেওয়া হয়। 

কর্তৃপক্ষ বলেছেন, ফিলিপ সব ধরনের লেনদেনের সব ‘প্রযুক্তিগত বিষয়গুলো’ দেখভাল করতেন। এর মধ্যে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন কেনাও রয়েছে। ইউএস পোস্টাল ইনস্পেকশন সার্ভিস-এর পক্ষ থেকে ফিলিপ বার্টলেট বলেন, “বাবা আর ছেলের এই আটক একটি শক্ত সতর্কতা।” এই সতর্কতার মানে হচ্ছে ডার্ক ওয়েবে “পরিচয় গোপন রাখা সব সময় আইনের লম্বা হাত থেকে রক্ষা করতে পারে না।”

আলফাবে বন্ধের সময় ইউরোপোল বলেছিল, জব্দ করা ডেটা এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিয়ে নতুন তদন্তের দিকে নিয়ে যাবে।