২০০ দেশে এলো স্যামসাং বিক্সবি

মঙ্গলবার ২০০টি দেশে উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের কন্ঠনিয়ন্ত্রিত ডিজিটাল অ্যাসিস্টেন্ট বিক্সবি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 03:48 PM
Updated : 22 August 2017, 03:48 PM

অ্যাপলের সিরি ও গুগল অ্যাসিস্টেন্ট-এর সঙ্গে তুলনা করা হচ্ছে একে। অ্যান্ড্রয়েডচালিত স্যামসাং ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকবে বিক্সবি, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

প্রাথমিকভাবে ইংরেজি এবং দক্ষিণ কোরীয় ভাষায় ব্যবহার করা যাবে এই ভয়েস অ্যাসিস্টেন্ট। চলতি বছরের এপ্রিল মাসে এটি উন্মোচনের কথা থাকলেও সে তারিখ পরে পেছানো হয়।

সে সময় বিলম্বের কারণ ব্যাখ্যা করেনি স্যামসাং। কিন্তু বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয় বিক্সবির ডেমো সংস্করণ কমাণ্ড বুঝতে পারেনি।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সিরি’র মূল নির্মাতাদের মধ্যে কয়েকজনের কাছ থেকে নেওয়া প্রযুক্তির উপর ভিত্তি করে বানানো  হয়েছে বিক্সবি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটিকে চালু করতে এস৮ এবং এস৮ প্লাস হ্যান্ডসেট দুটির পাশে রাখা হয়েছে আলাদা একটি বাটন। নতুন এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে ফটো গ্যালারি, মেসেজ আর ওয়েদারসহ ১০টি বিল্ট-ইন অ্যাপ কন্ঠের মাধ্যমেই চালানো যাবে।

এক্ষেত্রে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড ও শারিরীক নিয়ন্ত্রণের সমন্বয় ঘটাবে বলে আশা করছে স্যামসাং।  “যেমন, ব্যবহারকারী কোনো একদিন তার তোলা সব ছবি দেখাতে বললেন, ছবি দেখানোর পর তিনি কোনো একটি ছবি টাচ করে বাছাই করলেন তারপর আবার মুখে আদেশে দিয়েই ওই ছবি তার কোনো বন্ধুকে পাঠালেন।”

স্মার্টফোন ক্যামেরা দিয়ে দেখা বস্তু শনাক্ত করতে পারবে এই সফটওয়্যার। এটি কোনো স্থান শনাক্ত করতে বা অনলাইন কেনাকাটায় কোনো পণ্যের দাম কতো হতে পারে তা জানাতে পারবে।

বিক্সবি গুগল প্লে মিউজিক-এর সঙ্গেও কাজ করবে। অদূর ভবিষ্যতে একে তৃতীয় পক্ষের অ্যাপগুলোর জন্য উন্মুক্ত করার ইচ্ছা প্রকাশ করলেও কবে সেটি করা হবে তা নিয়ে কিছু জানায়নি স্যামসাং।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট-এর বিশ্লেষক ইয়ান ফগ বলেন, বিক্সবি অন্যান্য ভয়েস অ্যাসিস্টেন্ট থেকে আলাদা কারণ এটি স্যামসাং ডিভাইসের সঙ্গে গভীরভাবে সংহত।

“স্যামসাং সব সময় নিজেদের অনেক ফিচার অ্যান্ড্রয়েডে যোগ করে নিজেদের  ফোনকে অন্য ডিভাইসের থেকে আলাদা করে।”

ফগ আরও বলেন, ভবিষ্যতে স্যামসাং তাদের অন্যান্য ডিভাইসেও বিক্সবি যোগ করতে পারে, যেগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে না।