চালু হলো ‘বাংলালিংক ই-শপ’

“বাংলালিংক ই-শপ” নামে ই-কমার্স সাইট চালু করেছে ডিজিটাল সেবাদাতা  প্রতিষ্ঠান বাংলালিংক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 03:31 PM
Updated : 18 August 2017, 03:31 PM

এর মাধ্যমে  বান্ডল অফারসহ হ্যান্ডসেট, পছন্দের ডেটা প্যাক, নাম্বার, অ্যাকসেসরিজ ক্রয়, রিচার্জ করা এবং আরও অনেক ধরনের সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাইটটিতে বর্তমানে ২০টিরও বেশি হ্যান্ডসেট বান্ডল অফার পাওয়া যাচ্ছে। আর দেশব্যাপী বিনামূল্যে পণ্য সরবরাহও করছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংক-এর হেড অফ ই-বিজনেস রাশেদ মোসলেম বলেন, “বাংলালিংক ই-শপ” বাংলালিংক-এর জন্য ডিজিটাইজেশনের দিকে আরও একটি দৃঢ় পদক্ষেপ। সরবরাহ ও অবকাঠামোগত সাহায্যের মাধ্যমে বাংলাদেশে ই-কমার্স ইন্ডাস্ট্রিকে তুলে ধরা আমাদের লক্ষ্য।”