মদ্যপ কিনা টের পাবে স্যামসাং স্মার্টফোন!

ফোনে চ্যাট করার সময় ব্যবহারকারীর রক্তে অ্যালকোহল আছে কিনা পরীক্ষা করতে পারবে হাতে থাকা স্মার্টফোন। আর স্টাইলাস ব্যবহার করে এই পরীক্ষণ প্রযুক্তির পেটেন্ট করিয়েছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 02:51 PM
Updated : 18 August 2017, 02:51 PM

‘এস পেন’ নামের স্টাইলাস স্যামসাংয়ের নোট সিরিজ স্মার্টফোনগুলোর সঙ্গে ছাড়া হয়। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বরাতে দক্ষিণ কোরীয় দৈনিক কোরিয়া টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোন দিয়ে রক্তের অ্যালকোহলের মাত্রা মাপার সময় এই স্টাইলাসকে একটি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা যেতে পারে।    

স্যামসাংয়ের এক কর্মকর্তা বলেছেন, ২০১৬ সালে প্রতিষ্ঠানটি এ নিয়ে একটি পেটেন্টের জন্য আবেদন করে। সম্প্রতি এই পেটেন্ট ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস থেকে অনুমোদন পেয়েছে। ওই কর্মকর্তা বলেন, নতুন পেটেন্টগুলো সবসময় হুবহু ব্যবহারের জন্যই করা হয় না, খবর মার্কিন সাময়িকী ফরচুন-এর।

এই পেটেন্ট যদি হুবহু ব্যবহার করা হয়, তবে নতুন এই ফিচার অ্যালকোহলের কারণে দুর্ঘটনার সংখ্যা কমাতে সহায়তা করবে।

কোরীয় দৈনিকটিতে বলা হয়, একজন বিশেষজ্ঞের মতে, এই স্টাইলাসসহ নতুন মডেলগুলো বিশেষ কাজের উদ্দেশ্যে আনা হতে পারে, সাধারণ গ্রাহকদের জন্য নয়।