শার্লটসভিল ঘটনায় মুখ খুলল মার্কিন প্রযুক্তিজগত

যুক্তরাষ্ট্রে শার্লটসভিলে মিছিলে সহিংসতা নিয়ে নীরবতা ভেঙ্গে নিন্দা জানিয়েছেন দেশটির প্রযুক্তি শীর্ষ ব্যক্তিরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 06:23 PM
Updated : 17 August 2017, 06:25 PM

মাইক্রোসফট প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত সাত্যিয়া নাদেলা, অ্যাপল প্রধান টিম কুক ও ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ এই ঘটনাকে জাতির জন্য ‘যন্ত্রণাদায়ক’ ও ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন, খবর আইএএনএস-এর।

নাদেলা বলেন, “শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের প্ররোচিত আমরা যে পক্ষপাত, গোঁড়ামি আর জ্ঞানহীন সহিংসতা দেখেছি, আমাদের সমাজে তার কোনো জায়গা নেই। শার্লটসভিল ঘটনায় ক্ষতিগ্রস্থ সবার ও তার পরিবারের লোকজনের জন্য আমাদের হৃদয় থেকে সমবেদনা।”

জাকারবার্গ বলেন, তার প্রতিষ্ঠান “এই পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে দেখছে ও তারা শারিরীক ক্ষতির হুম

​​কি কমাবে।” বৃহস্পতিবার নিজের পেইজ থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমাদের সম্প্রদায়ে ঘৃণার কোনো জায়গা নেই। এ কারণে আমরা ঘৃণামূলক অপরাধ বা সন্ত্রাসবাদের প্রচারণা চালায় এমন পোস্ট সব সময় সরিয়ে দেই।”

মিছিলে এই মারাত্মক সহিংসতার জন্য ‘দুই পক্ষকেই’ দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

অ্যাপল প্রধান টিম কুক বলেন, “শার্লটসভিলে যা ঘটেছে তার কোনো জায়গা আমাদের দেশে নেই। ঘৃণা ক্যান্সারের মতো, এর এটি ঠেকানো না হলে তা এর রাস্তার সবকিছু ধ্বংস করে দেয়। এটি আগের প্রজন্মে ক্ষত সৃষ্টি করেছে। ইতিহাস আমাদের যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশগুলোতে এবার এ শিক্ষা দিয়েছে।”

এ নিয়ে অ্যাপল সাউদার্ন পভার্টি ল’ সেন্টার আর দ্য অ্যান্টি-ডিফ্যামাশন লিগকে ১০ লাখ ডলার দান করবে।