এইচবিও’র ফেইসবুক ও টুইটার অ্যাকাউন্ট ‘হ্যাকড’

ফের সাইবার আক্রমণের শিকার এইচবিও। এবার হ্যাকিংয়ের শিকার মার্কিন কেবল ও স্যাটেলাইট চ্যানেল পরিচালনা প্রতিষ্ঠানটির ফেইসবুক ও টুইটার অ্যাকাউন্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 05:01 AM
Updated : 17 August 2017, 05:21 AM

সামাজিক মাধ্যমগুলোতে এইচবিও’র মূল অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ ‘আওয়ারমাইন’ নামের হ্যাকার দলের হাতে চলে যেতে দেখা গেছে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুধু মূল অ্যাকাউন্টই নয়, সেই সঙ্গে এইচবিও’র আলোচিত সিরিজ ‘গেইম অফ থ্রোনস’ যেসব নেটওয়ার্ক থেকে প্রচার করা হয় সেগুলোর নিয়ন্ত্রণও হ্যাকারদলের হাতে চলে গেছে। সাম্প্রতিক সময়ে হ্যাকিংয়ের কবলে পড়ে এই সিরিজের অনেক অপ্রচারিত পর্ব ফাঁস হয়ে যায়।

সামাজিক মাধ্যমে এইচবিও’র অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়, “আওয়ারমাইন চলে এসেছে, আমরা শুধুই আপনাদের নিরাপত্তা পরীক্ষা করছি।”

এ ঘটনার পর দ্রুত কিছু পোস্ট সরিয়ে নেওয়া হয়।

এ নিয়ে বিবিসি’র পক্ষ থেকে অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।

শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের জন্য পরিচিতি আছে আওয়ারমাইন-এর। ২০১৬ সালে এই দলটি ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স-এর টুইটার অ্যাকাউন্ট, উইকিপিডিয়া সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাইয়ের ফেইসবুক অ্যাকাউন্ট দখল করেছিল।