গুগলে গেলেন অ্যাপলের ক্রিস ল্যাটনার

মার্কিন ওয়েব জায়ান্ট গুগলে যোগ দিচ্ছেন একই দেশের টেক জায়ান্ট অ্যাপলের গুরুত্বপূর্ণ এক সাবেক সফটওয়্যার কর্মকর্তা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 11:25 AM
Updated : 15 August 2017, 11:25 AM

অ্যাপলের সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে সহায়তাকারী ক্রিস ল্যাটনার সোমবার টুইটারে বলেন, তিনি গুগলে যোগ দিচ্ছেন। অ্যাপ নির্মাতাদের জন্য অ্যাপলের দিক থেকে প্রাধান্য দেওয়া কোডিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সুইফট।

অ্যাপলের ডেভেলপার টুলস বিভাগের জ্যেষ্ঠ পরিচালকের পদ ছেড়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় অটোপাইলট সফটওয়্যার-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। চলতি বছরের শুরুতে ওই ঘটনায় আলোচনায় আসেন তিনি। কিন্তু ছয় মাসের মাথায় জুনে ইলন মাস্ক-এর প্রতিষ্ঠানটি ছেড়ে দেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, তিনি “ওই পদের জন্য সঠিক ছিলেন না।”

ল্যাটনার-কে গুগল ব্রেইন গবেষণা দলে নিয়োগ দেওয়া হবে বলে মার্কিন সাময়িকী ফরচুন-এর প্রতিবেদনে বলা হয়েছে। এই দল সার্চ জায়ান্টটির কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রকল্পগুলো নিয়ে কাজ করে। 

গুগল এখন টেনসরফ্লো-কে সফটওয়্যার টুল হিসেবে প্রাধান্য দিচ্ছে, যা ডেভেলপাররা তাদের নিজেদের ডিপ লার্নিং কোডিং প্রকল্পগুলোতে ব্যবহার করতে পারেন। চলতি বছর মে মাসে গুগল টিপিইউ মাইক্রোচিপের দ্বিতীয় সংস্করণ ছাড়ে। টেনসরফ্লো-এর সঙ্গে কাজ করার উদ্দেশ্যেই এটি বানানো হয়।