এইচবিও’র আরও অনুষ্ঠান ফাঁস

এখনও প্রচার করা হয়নি এইচবিও’র এমন আরও টিভি অনুষ্ঠানের পর্ব প্রকাশ করে দিয়েছে হ্যাকাররা। যদিও এবার মার্কিন কেবল ও স্যাটেলাইট টিভি চ্যানেলটির ‘জনপ্রিয়’ সিরিজ ‘গেইম অফ থ্রোনস’-এর আর কোনো পর্ব ছাড়া হয়নি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 04:24 PM
Updated : 14 August 2017, 04:24 PM

এইচবিও’র কম্পিউটার নেটওয়ার্ক থেকে ডেটা হাতিয়ে নেওয়ার পর থেকে কয়েক সপ্তাহ ধরে ডেটা ফাঁস করছে হ্যাকররা, এগুলো মধ্যে বিভিন্ন টিভি অনুষ্ঠানের অপ্রচারিত পর্বগুলোও আছে। গেইম অফ থ্রোনস ছাড়া অন্যান্য টিভি অনুষ্ঠানের মধ্যে আছে- ‘কার্ব ইওর এনথুজিয়াজম’, ‘ইনসিকিওর’, ‘বলারস’ দ্য ডিউস’। এগুলোর না দেখানো পর্বও ফাঁস করেছে হ্যাকাররা, বলা হয় রয়টার্স-এর প্রতিবেদনে। 

এরই মধ্যে এইচবিও হ্যাকারদের কাছে ‘মাথানত’ করে মুক্তিপণ দিচ্ছে বলে খবর বের হয়। 

টাইম ওয়ার্নার-এর মালিকানাধীন এইচবিও রোববার এক ইমেইল বিবৃতিতে বলে, “তার এখন হ্যাকারদের সঙ্গে আর কোনো যোগাযোগ করছে না আর প্রতিবার তথ্য ফাঁসের পর তারা মন্তব্য করবে না।”

প্রতিষ্ঠানটি বলে, “এইচবিও সাইবার ঘটনার মুখোমুখি হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে।”

“হ্যাকাররা হাতিয়ে নেওয়া ডেটা থেকে একটু একটু করে ফাঁস করতে পারে, যাতে তারা গণমাধ্যমের নজর কাড়তে পারে। এটি একটি খেলা, আর আমরা এতে অংশ নিতে যাচ্ছি না।”