বৈষম্য ‘ছড়ানোয়’ বহিষ্কার গুগল কর্মী

কর্মক্ষেত্রে বৈষম্য তুলে ধরে একটি বিতর্কিত মেমো প্রচার করায় বহিষ্কার হয়েছেন এক গুগল কর্মী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 09:16 AM
Updated : 8 August 2017, 09:16 AM

সোমবার কর্মীদের এক ইমেইলে প্রতিষ্ঠান প্রধান সুন্দার পিচাই বলেন, ওই মেমো গুগলের আচরণবিধি ভঙ্গ করেছে।

সপ্তাহের শেষে মেমোটি ব্যাপকভাবে প্রচার পায়। এতে বলা হয় শারীরীক পার্থক্যের কারণে গুগলে নারীর সংখ্যা কম-- খবর বিবিসি’র।

পিচাই বলেন, “বার্তাটি সীমা অতিক্রম করেছে কারণ এটি আমাদের কর্মক্ষেত্রের জন্য ক্ষতিকর লিঙ্গ বৈষম্য প্রচার করে।”

বহিষ্কার করা হলেও ওই কর্মীর নাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। গুগলের আইডিওলজিকাল চেম্বার নামের নথিতে বলা আছে, “শারীরীক পার্থক্যের কারণে বিভিন্ন অংশে নারী এবং পুরুষের সামর্থ্য ভিন্ন এবং এই ভিন্নতার কারণেই আমরা প্রযুক্তি ও নেতৃত্ব স্থানে নারীদের সংখ্যা সমান দেখি না।”

বহিষ্কৃত ওই কর্মী বলেন, “আমাদের এই ধারণা করা বন্ধ করতে হবে যে, লিঙ্গের কারণে পুরুষরা প্রাধান্য পান।”

গুগল ওই ব্যক্তির নাম নিশ্চিত না করলেও অনেক মার্কিন সংবাদমাধ্যমে তার নাম জেমস ডেমোর বলা হয়েছে।

মেমোটি বের হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত এর সমালোচনা করেন গুগলের বৈষম্য বিভাগের প্রধান ড্যানিয়েল ব্রাউন।

এটি প্রচারের পর বহিষ্কৃত ওই কর্মী বলেন, তিনি তার গুগল সহকর্মীদের কাছ থেকে অনেক ব্যক্তিগত বার্তা পেয়েছেন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।