এক্সবক্স ওয়ান-এ আসছে স্পটিফাই

শীঘ্রই এক্সবক্স ওয়ান-এর জন্য অ্যাপ আনার পরিকল্পনা করছে মিউজিক স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান স্পটিফাই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 03:16 PM
Updated : 6 August 2017, 03:16 PM

বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফটও। কনসোলটিতে গেইম খেলার সময়ও এই অ্যাপ কাজ করবে, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

ইউটিউবে প্রকাশিত মাইক্রোসফটের একটি ভিডিওতে এক্সবক্স ওয়ান গাইডে এই স্পটিফাই অ্যাপটি শনাক্ত করেন রেডিট ব্যবহারকারীরা। 

মাইক্রোসফট বর্তমানে অভ্যন্তরীণভাবে এক্সবক্স ওয়ান নিয়ে পরীক্ষা চালাচ্ছে। অ্যাপটি শীঘ্রই ছাড়া হবে। সম্প্রতি উইন্ডোজ ১০ ডিভাইসগুলোর জন্য ডেস্কটপ সংস্করণ হিসেবে উইন্ডোজ স্টোরে আনা হয়েছে স্পটিফাই। তবে, এটি কোনো ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপ নয় যা এক্সবক্স ওয়ান ডিভাইসগুলোতে চলবে।

এক্সবক্স ওয়ান-এর জন্য আনা স্পটিফাই অ্যাপ ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপ হবে। এর মানে হচ্ছে মাইক্রোসফটের কনসোল থেকে ব্যবহারকারীরা এখন এই মিউজিক স্ট্রিমিং সেবা ব্যবহার করতে পারবেন। 

জাপানি প্রতিষ্ঠান সনি’র গেইম কনসোল প্লেস্টেশন ৩ আর প্লেস্টেশন ৪-এ স্পটিফাই দুই বছরের বেশি সময় ধরে রয়েছে।