কর্মীপ্রতি লাভের হিসাবে এগিয়ে ফেইসবুক

প্রতিজন কর্মী থেকে লাভের হিসাবে মাইক্রোসফট ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-কে ছাড়িয়ে গেছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 10:51 AM
Updated : 6 August 2017, 10:51 AM

২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে কর্মীসংখ্যা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মাথাপিছু লাভ হয়েছে ১৮৮৪৯৮ মার্কিন ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট কর্মীর সংখ্যা ২০৬,৫৭৮ জন। এই প্রান্তিকে প্রতিজন কর্মী থেকে তাদের লাভ বেড়েছে ৪৩ শতাংশ, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে প্রতিজন কর্মী থেকে মাইক্রোসফট-এর লাভ হয়েছে ৫২,৪০০ ডলার। আর অ্যালফাবেটের লাভ হয়েছে ৪৬,৬১০ ডলার, যা ফেইসবুকের প্রতিজন কর্মী থেকে আসা লাভের প্রায় এক চতুর্থাংশ।

অন্যদিকে প্রতি কর্মী থেকে ভেরাইজন, এটিঅ্যান্ডটি এবং ফোর্ড-এর লাভ যথাক্রমে ২৭,৪০৫ ডলার, ১৫,৪১০ ডলার এবং ১০,০৯৮ ডলার।

শেষ প্রান্তিকে ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার নেট ক্ষতির হিসাব দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। যেখানে কর্মী প্রতি প্রতিষ্ঠানটির ক্ষতি বলা হচ্ছে ৩৬ হাজার ডলার।

ফেইসবুকের এই লাভের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে সফটওয়্যার পণ্যে উৎপাদন এবং বিস্তার করতে প্রচলিত খরুচে বিপণন পদ্ধতির দরকার হয় না।

এই প্রান্তিকে কর্মী প্রতি আয়ের হিসাব দেয়নি আরেক টেক জায়ান্ট অ্যাপল।