কল করা যাবে অ্যাপল ওয়াচ থেকেই

ওয়াচ থেকেই সরাসরি ফোন কল করা যাবে এমন স্মার্টওয়াচ আনতে যাচ্ছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 09:46 AM
Updated : 5 August 2017, 09:46 AM

শুক্রবার বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে এমন একাটি স্মার্টওয়াচ উন্মোচন করবে অ্যাপল যা সরাসরি সেলুলার নেটওয়ার্কে যুক্ত হবে।

নতুন অ্যাপল ওয়াচের কিছু মডেলে এলটিই চিপ ব্যবহার করা হবে। ফলে আইফোনের আওতায় না থাকলেও এতে অনেক কাজই করা যাবে, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

বর্তমানে অ্যাপল ওয়াচ থেকে বার্তা পাঠাতে, দিক নির্দেশনা পেতে এবং মিউজিক স্ট্রিম করতে তা অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত করতে হয়। নতুন সংস্করণে আইফোন ছাড়াই এ কাজগুলো করা যাবে।

অ্যাপল ওয়াচের নতুন সংস্করণের জন্য এলটিই মডেম সরবরাহ করবে ইনটেল কর্পোরেশন। এছাড়া ইতোমধ্যেই এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।