প্লেস্টোরের অ্যাপ র‍্যাংকিং করবে গুগল

কার্যকারিতার ভিত্তিতে প্লে স্টোরে অ্যাপ নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 04:15 PM
Updated : 4 August 2017, 04:15 PM

চাপ কমাতে প্লে স্টোরে ‘সার্চ অ্যান্ড ডিসকভারি’ অ্যালগরিদম পরিবর্তন করতে যাচ্ছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

স্টোরে যে অ্যাপগুলোর কার্যক্ষমতা বেশি সেগুলোকে বেশি র‍্যাংক দেওয়া হবে। এক্ষেত্রে অ্যাপে বাগ এবং অন্যান্য সমস্যা বিবেচনা করা হবে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানায় প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

অ্যালগরিদম পরিবর্তনের ফলে যে অ্যাপগুলোর কার্যক্ষমতা কম সেগুলো সার্চ ফলাফলে নিচের দিকে দেখানো হবে। নিম্নমানের অ্যাপগুলোর কারণে প্লে স্টোরের কার্যক্ষমতা এবং স্থায়িত্বজনিত সমস্যা  দেখা দিচ্ছে বুঝতে পেরে এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল।

প্রতিদিন হাজারো অ্যাপ গুগল প্লে স্টোরে যোগ হয়। এর মধ্যে অনেক অ্যাপ ক্র্যাশ করে ও এতে ব্যাটারিজনিত ত্রুটি দেখা দেয়। আর এই অ্যাপগুলো জনপ্রিয় অ্যাপগুলোকে দূরে সরিয়ে দেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।