টেসলার আয় বেড়েছে, সঙ্গে লোকসানও

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলার সর্বশেষ প্রান্তিকের আয় আগের বারের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। বিক্রি বাড়ার কারণে আয়ে এই বৃদ্ধি এসেছে, তবে প্রতিষ্ঠানটির লোকসানও বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 12:10 PM
Updated : 3 August 2017, 12:10 PM

চলতি বছর ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে টেসলার আয় হয়েছে প্রায় ২৮০ কোটি ডলার। ২০১৬ সালের একই প্রান্তিকে এই অংকটা ১৩০ কোটি ডলার ছিল। লোকসানের পরিমাণ আগের বছর ২৯ কোটি ৩০ লাখ ডলার থাকলেও এবার তা বেড়ে ৩৩ কোটি ৬০ লাখ ডলার হয়েছে। 

লোকসানের পরিমাণ বাড়লেও প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা এর উন্নতির কারণে উৎসাহিত হয়েছেন বলে বিবিসি’র খবরে উল্লেখ করা হয়েছে। আর্থিক প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য আট শতাংশ বেড়ে যায়।

প্রতিষ্ঠানটির গাড়ি বিভাগ থেকে আয় হয়েছে ২৩০ কোটি ডলার, এটি প্রায় আগের প্রান্তিকের সমান কিন্তু ২০১৬ সালের একই প্রান্তিকের তুলনায় ৯৩ শতাংশ বেশি।

গবেষণা, উন্নয়ন ও বিক্রয় খাতসহ অন্যান্য খাতে প্রতিষ্ঠানটির খরচ বাড়ার কারণে লোকসান বেড়েছে ১৫ শতাংশ।

চলতি বছরের শেষার্ধে আয় ‘উল্লেখযোগ্য’ পরিমাণ বাড়বে বলে প্রত্যাশা টেসলা, বিনিয়োগকারীদের এমনটাই বলেছে প্রতিষ্ঠানটি। 

২০১৭ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি ৪৭ হাজারেরও বেশি মডেল এস আর মডেল এক্স বিক্রি করেছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৫০ শতাংশ বেশি।

২০১৭ সালের শেষ পর্যন্ত প্রতি সপ্তাহে পাঁচ হাজার মডেল ৩ গাড়ি বানানোর আশা করছে টেসলা।