অ্যাপ স্টোর থেকে উইন্ডোজ কিবোর্ড সরাবে মাইক্রোসফট

অ্যাপ স্টোর থেকে উইন্ডোজ ফোন কিবোর্ড সরানো হবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ক্ষেত্রে আইফোন ব্যবহারকারীদের সুইফটকি কিবোর্ড ডাউনলোড করতে উৎসাহ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 01:26 PM
Updated : 1 August 2017, 01:26 PM

“‘ওয়ার্ল্ড ফ্লো’ পরীক্ষা এখন শেষ! আমরা আপনাদের অ্যাপ স্টোর থেকে সুইফটকি কিবোর্ড ডাউনলোড করতে উৎসাহ দিচ্ছি। সুইফটকি-এর দল প্রতিনিয়ত সুইফটকি-এর জন্য নতুন নতুন ফিচার বানাচ্ছে আর আপডেট আনছে”- সোমবার মাইক্রোসফট গ্যারেজ পেইজে এ কথা বলে মার্কিন টেক জায়ান্টটি।

মাইক্রোসফট কয়েকটি আইওএস কিবোর্ড নিয়ে পরীক্ষা চালিয়েছে ও ২০১৬ সালে সুইফটকি অ্যাপ কেনার পর এতেই মনযোগ দিচ্ছে, বলা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।

এই কিবোর্ড-এ প্রচলিত লেআউটের সঙ্গে সোয়াইল-স্টাইল কিবোর্ডও রাখা হয়েছে। ২০১৬ সালে এটি বিনামূল্যে ছাড়া হয়েছিল। পরে এতে সার্চ ও অনুমানের ফিচার এনে এটি আপডেট করা হয়। সেইসঙ্গে এই কিবোর্ড ‘৩ডি টাচ’ সুবিধাও আনা হয়।

সুইফটকি কিবোর্ড ব্যবহারকারীর লেখার ধরন স্বয়ংক্রিয়ভাবে বুঝতে এআই ব্যবহার করে থাকে। এক্ষেত্রে ব্যবহারকারী কীভাবে টাইপ করেন, কী কী ইমোজি ব্যবহার করেন এগুলো বুঝে রাখবে কিবোর্ডটি।