‘স্টোরিজ’ পাবলিক করল ফেইসবুক

চলতি বছর মার্চে বিশ্বব্যাপী ‘স্টোরিজ’ ফিচার চালু করে ফেইসবুক। এতদিন ব্যবহারকারীরা আপলোড করা ‘স্টোরি’ শুধু তাদের বন্ধুদের সঙ্গেই শেয়ার করতে পারতেন। এখন এই স্টোরিগুলো সবার সঙ্গে শেয়ার করার সুযোগ আনা হয়েছে। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 12:26 PM
Updated : 31 July 2017, 01:14 PM

সোমবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম গবেষক কার্লোস গিল সর্বপ্রথম এই ফিচার দেখতে পান।

ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “কয়েক সপ্তাহ আগে আমরা এমন কিছু এনেছি। ‘পাবলিক’ সেটিং আপনার ‘স্টোরি’ বন্ধুদের পাশাপাশি ফলোয়ারদেরও দেখানোর সুযোগ দেবে।”

এই ফিচার স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম-এর ‘স্টোরিজ’ ফিচারের মতো, উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।

বর্তমানে বিশ্বব্যাপী দুইশ’ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমের জায়গা দখল করে আছে ফেইসবুক। এই সোশাল জায়ান্টের মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটি। 

স্টোরিজসহ আরও কিছু ফিচার ফেইসবুক ছবি শেয়ারিং ও মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট-এর ‘নকল করেই’ এনেছে বলে গুঞ্জন রয়েছে। তবে, ক্যামেরা ফিচার আনার সময় নকল করার বিষয়টি অস্বীকার করে ফেইসবুক। প্রতিষ্ঠানটির দাবি, তারা ব্যবহারকারীর কাছ থেকেই এই ধারণা পেয়েছে।