এক হচ্ছে ইউটিউব রেড ও গুগল প্লে মিউজিক

নতুন সেবা দেওয়ার লক্ষ্যে গুগল পে মিউজিক-এর সঙ্গে একীভূত হবে ইউটিউব-এর অর্থ পরিশোধের মাধ্যমে সাবস্ক্রাইব করার সেবা ‘রেড’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2017, 10:55 AM
Updated : 29 July 2017, 10:55 AM

ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব আর গুগল প্লে মিউজিক গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনস্থ। ইউটিউব-এর ‘রেড’ সেবা যুক্তরাষ্ট্র, নিউ জিল্যান্ড, কোরিয়া, মরক্কো-তে পাওয়া যায়। বৃহস্পতিবার মার্কিন সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে বলা হয়, ইউটিউব-এর গ্লোবাল হেড অফ মিউজিক লিওর কোহেন বলেছেন, নতুন একটি স্ট্রিমিং মিউজিক সেবা চালুর উদ্দেশ্যে ইউটিউব ‘রেড’ আর আর গুগল প্লে মিউজিক-কে একীভূত করার পরিকল্পনা করছে ওয়েব জায়ান্ট গুগল।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, এই একীভূতকরণ নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। সম্প্রতি এই দুই স্ট্রিমিং সেবার কর্মীদের একই দলে নিয়ে আসা হলে তা আরও পোক্ত হয়।

গুগলের স্ট্রিমিং সেবা ইউটিউব মিউজিক, গুগল প্লে মিউজিক আর ইউটিউব ‘রেড’ বর্তমানে একসঙ্গে যুক্ত, তবে তাদের এই একত্রের বিষয়টা এখনও ‘বিভ্রান্তিকর’ অবস্থায় রয়েছে বলে, প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কোহেন বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিউব রেড আর গুগল প্লে মিউজিক-কে এক করে, একটি সেবা দেওয়া।”

কোনো পরিবর্তন আনা হলে ব্যবহারকারীরা জানতে পারবেন বলে ভার্জ-কে জানিয়েছে গুগল।

ইউটিউব রেড-এ কোনো বিজ্ঞাপন ছাড়া ব্যবহারকারীদের ভিডিও দেখতে দেওয়া হয়। ব্যবহারকারীরা অফলাইনে থেকেও এটি ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। 

গুগল প্লে মিউজিক হচ্ছে গুগলের ‘স্পটিফাই সংস্করণ’।