আবারও শত কোটি ঋণ শিয়াওমি’র

খুচরা বিক্রি ও দেশের বাইরে ব্যবসা বাড়াতে একশ’ কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে শিয়াওমি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 10:56 AM
Updated : 28 July 2017, 10:56 AM

শুক্রবার চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ঋণ নিতে চুক্তি সই করেছে তারা। পণ্য বিক্রির জন্য নিজস্ব স্টোরের সংখ্যা বাড়াতে ও বৈদেশিক বাণিজ্যের পরিধি বাড়ানোর লক্ষ্যেই এই চুক্তি করেছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

২০১৪ সালে শিয়াওমির তিন বছর মেয়াদী শত কোটি মার্কিন ডলারের সিন্ডিকেট ঋণ অনুসরণ করেই নতুন ঋণ চুক্তি করা হয়েছে।

চীনে প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিযোগী হুয়াওয়ে এবং ভিভো’র সঙ্গে প্রতিযোগিতা বাড়তে থাকায় দ্রুত ব্যবসার পরিধি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে শিয়াওমি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে ২৩.১৬ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে তারা, যা আগের প্রন্তিকের তুলনায় ৭০ শতাংশ বেশি। প্রান্তিকের হিসাবে এটি তাদের স্মার্টফোন বিক্রির রেকর্ড।

ডয়চে ব্যাংক ও মরগান স্ট্যানলি’র সহযোগিতায় ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, চীন, হংকং ও তাইওয়ানের ১৮টি ব্যাংক শিয়াওমি’র এই ঋণে অংশ নেবে।

শিয়াওমি’র প্রধান অর্থ কর্মকর্তা শৌ জি চিউ বলেন, “শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর বৈশ্বিক সিন্ডিকেট শিয়াওমি’র জন্য আন্তর্জাতিক মূলধন বাজারের একটি মজবুত সমর্থন।”