চীনে অ্যাপলের ‘গোপন’ চুক্তি

গাড়ি ব্যাটারি গবেষণা ও উন্নয়ন খাতে ব্যাটারি নির্মাতা একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ‘গোপনে’ কাজ করছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 12:32 PM
Updated : 22 July 2017, 12:32 PM

অ্যাপল তাদের বৈদ্যুতিক গাড়ি প্রকল্প অব্যাহত রেখেছে- এ খবরের এমন আভাস পাওয়া যায় বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, মার্কিন টেক জায়ান্টটি চীনের ফুজিয়ান প্রদেশের কনটেমপোরারি অ্যামপেরেক্স টেকনোলজি (সিএটিএল) নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক চীনা সংবাদমাধ্যম ইয়াইসাই গ্লোবাল।

নাম প্রকাশ না করা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, “ব্যাটারি খাতে এই দুই পক্ষ একসঙ্গে কাজ করছে।”

২০১৪ সালে ‘প্রজেক্ট টাইটান’ নামে প্রকল্প শুরু করে অ্যাপল। এ প্রকল্প নিয়ে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের অত্যন্ত গোপন রাখা পরিকল্পনা 'প্রজেক্ট টাইটান' যে কোনো কিছুই হতে পারে, হতে পারে একটি গাড়ি, একটি উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম বা অন্যকিছু। কিন্তু তখন পর্যন্ত অ্যাপল কার নিয়ে কোনো নিয়োগের চিহ্ন পাওয়া যায়নি। পরে অবশ্য এই প্রকল্পের জন্য এক হাজারেরও বেশি প্রকৌশলী নিয়োগ দেয় অ্যাপল।

২০১১ সাল থেকে সিএটিএল এককভাবে ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করে।

অ্যাপল এ ধরনের কোনো চুক্তি নিয়ে কিছু প্রকাশ করেনি, আর সিএটিএল এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে বলে চীনা সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।