নোটিফিকেশনে মিউট ফিচার আনল টুইটার

অবমাননাকর আচরণ বন্ধ করতে অপরিচিত অ্যাকাউন্টের নোটিফিকেশনে মিউট ফিচার চালু করেছে টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 09:05 AM
Updated : 11 July 2017, 09:05 AM

গ্রাহক যে অ্যাকাউন্টগুলো এড়িয়ে যেতে চান সে অ্যাকাউন্টের নোটিফিকেশন বন্ধ করতে সোমবার নতুন ফিচারটি চালু করেছে মাইক্রোব্লগিং সাইটটি। অনলাইনে অবমাননাকর আচরণ বন্ধ করতে এটি তাদের নতুন পদক্ষেপ, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

টুইটার-এর পক্ষ থেকে বলা হয়, “তাদের উন্নত ফিল্টার সেটিংসে এখন গ্রাহকের জন্য সুযোগ থাকবে, যার মাধ্যমে তারা যে অ্যাকাউন্টগুলো অনুসরণ করতে চান না বা ওই অ্যাকাউন্টগুলোর কেউ যাতে তাকে অনুসরণ না করেন তার জন্য নোটিফিকেশন মিউট করতে পারবেন।”

এর পাশাপাশি গ্রাহকের জন্য ‘নিম্নমানের’ কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হবে এতে। আর গ্রাহক চাইলে নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্যের জন্য ফিল্টারও চালু করতে পারবেন।

চলতি বছরের মার্চেই টুইটারের পক্ষ থেকে বলা হয়, গ্রাহকের জন্য নোটিফিকেশনে নতুন ফিল্টার আনবে তারা। গ্রাহক চাইলে যেসব অ্যাকাউন্টে প্রোফাইল ছবি নেই সেগুলো এড়িয়ে যেতে পারবেন।

বর্তমানে অনলাইনে হয়রানি, ভুয়া খবর এবং চরমপন্থী কনটেন্ট ছড়ানোর জন্য সমালোচনা চলছে ফেইসবুক ও টুইটার নিয়ে। সে কারণেই এগুলো বন্ধ করতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠান দু’টো।