টটেনহাম কিনছেন না জাকারবার্গ

ব্রিটিশ ফুটবল ক্লাব টটেনহাম হটস্পার-কে কিনছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ- এমন গুঞ্জন প্রত্যাখ্যান করেছে ক্লাবটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 02:25 PM
Updated : 10 July 2017, 02:25 PM

সানডে টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, জাকারবার্গ অর্থায়নে তৈরি একটি মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ফুটবল ক্লাবটিকে ১৩০ কোটি ডলারের বিনিময়ে কিনতে চাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

নতুন একটি স্টেডিয়াম-এর জন্য অর্থ সহায়তা পেতে বিনিয়োগকারীর সন্ধান করছিল ‘স্পারস’ খ্যাত ফুটবল দলটি। কিন্তু এ জন্য একটি ব্যাংক গ্রুপ অর্থায়ন করছে আর ফুটবল দলটি নতুন কোনো বিনিয়োগকারীর সন্ধান করছে না। সেইসঙ্গে তারা ফেইসবুকের সঙ্গেও কোনো প্রকার আলোচনা করেনি, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

রোববার ক্লাবটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “নতুন স্টেডিয়ামের জন্য ব্যাংকের অর্থায়ন সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি। এ ক্ষেত্রে ব্যাংক অফ আমেরিকা মেরিল লিঞ্চ ইন্টারন্যাশনাল লিমিটেড, গোল্ডম্যান স্যাকস ব্যাংক ইউএসএ ও এইচএসবিসি ব্যাংক পিএলসি-এর একটি জোট এই অর্থায়ন করেছে।”

“পরিচালনা পর্ষদ ক্লাবটি বিক্রি করা সম্পর্কিত কোনো আলোচনা করেনি”, যোগ করা হয় বিবৃতিতে।

ভক্ত, কর্মী ও শেয়ারধারীদের আগ্রহে এটিই ছিল আদর্শ সমাধান, দাবি ক্লাবটির।